প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ। বয়স হয়েছিল ৯৯ বছর। দীর্ঘ ৬৫ বছর রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে রাজকীয় দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে অবসর নেওয়ার পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি বিশেষ।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ রাজকীয় দায়িত্ব থেকে অবসর নেন ২০১৭ সালে। তখন তাঁর বয়স ৯৬ বছর ছিল। দীর্ঘ দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাজকীয় দায়িত্ব পালন করেন প্রিন্স ফিলিপ। ব্রিটেনের পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তির উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের প্রেম ছেলেবেলার। ছোটবেলার প্রেম ও তারপর বিয়ে। বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিবেথের স্বামী ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ শান্তিতে দেহত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরেই তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। উইন্ডসোর রাজপ্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
The Royal Family join with people around the world in mourning his loss.
— The Royal Family (@RoyalFamily) April 9, 2021
Further announcements will be made in due course.
Visit https://t.co/utgjraQQv5 to read the announcement in full.
প্রিন্স ফিলিপের মৃত্যুতে ব্রিটেনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। ২০১৭ সালে রাজকীয় দায়িত্ব থেকে অবসরের পরে খুব একটা জনসমক্ষে আসেননি তিনি। ২০১৯ সাল থেকে শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। ২০২০ সালে করোনা অতিমারির সময়ে উইন্ডসোর ক্যাসেলেই স্ত্রী ও রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ৭৩তম বিবাহবার্ষিকী উদযাপন করেন তিনি।
২০১৯ সালে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন হাসপাতালে কাটিয়ে প্রাসাদে ফেরেন প্রিন্স ফিলিপ।
২০১৮ সালে একটি অস্ত্রোপচারের পরেও এপ্রিলে তাঁকে প্রিন্স হ্যারি ও মেঘানের বিয়েতে দেখা গিয়েছিল।