Putin Bodyguards: পুতিনের বডিগার্ড কীভাবে বাছা হয়, কী কী ট্রেনিং?

প্রেসিডেন্টের সুরক্ষাবলয়তে যাতে মাছিও না গলতে পারে, সেটা নিশ্চিত করে এলিট সিকিউরিটি সার্ভিস। সেই কারণে, পুতিনের সঙ্গে সবসময় থাকেন একাধিক বডিগার্ড। আর এই নিরাপত্তরক্ষীরা অত্যন্ত প্রশিক্ষিত। খুব কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়ার পরই তারা পুতিনের বডিগার্ড হওয়ার দায়িত্ব পান।

Advertisement
পুতিনের বডিগার্ড কীভাবে বাছা হয়, কী কী ট্রেনিং?পুতিনের বডিগার্ড
হাইলাইটস
  • পুতিনের সঙ্গে সবসময় থাকেন একাধিক বডিগার্ড
  • এই নিরাপত্তরক্ষীরা অত্যন্ত প্রশিক্ষিত
  • ব কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়ার পরই তারা পুতিনের বডিগার্ড হওয়ার দায়িত্ব পান

আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর বিশ্বের অন্যতম ক্ষমতাধর পুরুষের জন্য যে আলাদা রকম সুরক্ষা ব্যবস্থা থাকবে, এই কথা তো বলাই বাহুল্য!

আসলে প্রেসিডেন্টের সুরক্ষাবলয়তে যাতে মাছিও না গলতে পারে, সেটা নিশ্চিত করে এলিট সিকিউরিটি সার্ভিস। সেই কারণে, পুতিনকে সবসময় ঘিরে রাখেন একাধিক বডিগার্ড। আর এই নিরাপত্তরক্ষীরা অত্যন্ত প্রশিক্ষিত। খুব কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়ার পরই তারা পুতিনের বডিগার্ড হওয়ার দায়িত্ব পান।

প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তারক্ষীদের নিয়ে খোলসা করে রাশিয়ার একটি ওয়েবসাইট। সেই রিপোর্টটি নিয়ে আবার খবর করে নিউইয়র্ক পোস্ট। সেই প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষতার উপর ভিত্তি করেই পুতিনের বডিগার্ড নির্বাচন করা হয়।

জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাছা হয়...

পুতিনের জন্য বডিগার্ড খোঁজার কাজটা বেশ জটিল। এরা সকলেই স্পেশাল কম্যান্ডো। তাদের খুবই কঠিন সব ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, তাদের বেছে নেওয়ার সময় কঠিন সময়ে অপারেশনের মানসিকতা, শারীরিক সক্ষমতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মতো বিষয়গুলি মাথায় রাখা হয়। পাশাপাশি দেখা যায়, তাদের অত্যন্ত ঠান্ডা এবং তীব্র গরম সহ্য করার ক্ষমতা রয়েছে কি না। তারপরই তারা এলিট সিকিউরিটি সার্ভিসে জায়গা পান তারা।

পুতিনের বডিগার্ড কাজ করে কীভাবে?

সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পুতিনের বডিগার্ডের কাছে একটি স্পেশাল ব্রিফকেস থাকে। এটা প্রেসিডেন্টকে বাঁচানোর শিল্ড হিসাবে কাজ করে। পাশাপাশি তাঁদের কাছে রাশিয়ার তৈরি ৯এমএম এসআর ১ ভেক্টর পিস্তল থাকে। এর ভিতরে থাকে আর্মর পিয়েসিং বুলেট।

আগে থেকেই ঘুরে যায় নিরাপত্তা বাহিনী

প্রেসিডেন্ট পুতিন কোনও দেশে যাওয়ার আগেও সেখানে পৌঁছে যায় ব্যক্তিগত বডিগার্ড এবং ইন্টেলিজেন্স এজেন্সি। যেখানে যেখানে পুতিনের যাওয়ার কথা, সেই জায়গাটা তাঁরা ভালো করে তল্লাশি চালায়। পাশাপাশি সেই জায়গার আশপাশে জ্যামিং ডিভাইস এবং বোম্ব খুঁজে পাওয়ার ডিভাইসও লাগানো হয়।

৩৫-এই রিটায়ারমেন্ট

Advertisement

পুতিনের বডিগার্ডদের মাত্র ৩৫ বছর বয়সেই রিটায়ার করতে হয়। তারপর শুরু হয় নতুন জীবন। যদিও তাদের ভুলে যায় না সরকার। বরং দেওয়া হয় বিশেষ সম্মান। তাঁদের রিজিওনাল গর্ভনর, ফেডারেল মিনিস্টার, স্পেশাল সার্ভিস কম্যান্ডার এবং প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। অর্থাৎ পুতিনকে সুরক্ষা দেওয়ার লাভ তারা সারাজীবন পান। 

POST A COMMENT
Advertisement