100 Million Building At Risk: মুম্বইয়ের ২১.৮%, চেন্নাইয়ের ১৮%... বিশ্বের ১০ কোটি ভবন সমুদ্রে তলিয়ে যেতে চলেছে!

100 Million Building At Risk: গবেষণা অনুযায়ী, যদি ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির মাত্রা মাত্র ০.৫ মিটার (৫০ সেমি) হয়, তবুও প্রায় ৩০ লাখ ভবন পানির নিচে তলিয়ে যেতে পারে। কোনও রূপেই এটি নিছক ভয় দেখানো কল্পনা নয়। এমনটাই বলছেন গবেষকরা।

Advertisement
মুম্বইয়ের ২১.৮%, চেন্নাইয়ের ১৮%... বিশ্বের ১০ কোটি ভবন সমুদ্রে তলিয়ে যেতে চলেছে!বিশ্বের ১০ কোটি ভবন সমুদ্রে তলিয়ে যেতে চলেছে!

100 Million Building At Risk: সমুদ্রের জলের স্তর দিন রাত বাড়তে থাকায় বিশ্বের বহু উপকূলবর্তী শহরের জন্য আশঙ্কা তৈরি করেছে। গবেষকরা লক্ষ করেছেন, গ্লোবাল সাউথ অঞ্চলে (আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ও দক্ষিণ আমেরিকা) ১০ কোটি (১০০ মিলিয়ন) ভবন নিয়মিত বন্যায় আক্রান্ত হতে পারে। 

গবেষণা অনুযায়ী, যদি ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির মাত্রা মাত্র ০.৫ মিটার (৫০ সেমি) হয়, তবুও প্রায় ৩০ লাখ ভবন পানির নিচে তলিয়ে যেতে পারে। কোনও রূপেই এটি নিছক ভয় দেখানো কল্পনা নয়। এমনটাই বলছেন গবেষকরা।

গবেষণাবিদরা আরও জানাচ্ছেন, যদি সমুদ্রপৃষ্ঠ ৫ মিটার বা তার বেশি পর্যন্ত বাড়ে, যেমনটি জলবায়ু পরিবর্তনের দ্রুতগতি অব্যাহত থাকলে ঘটতে পারে। তাহলে ১০ কোটি বা তার চেয়ে বেশি ভবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। 

ছবি

এই বিপর্যয় নির্ধারণে তারা স্যাটেলাইট চিত্র ও উচ্চতার তথ্য ব্যবহার করেছেন। নির্ধারণ করা হয়েছে প্রতি ভবন, অঞ্চল ও শহরের কতো অংশ জলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

বিশেষভাবে উল্লেখযোগ্য হল, মুম্বই শহরের প্রায় ২১.৮ শতাংশ এলাকা এবং চেন্নাই শহরের ১৮ শতাংশ এলাকা এই সম্ভাব্য বিপদসীমার মধ্যে রয়েছে। এই ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে গবেষকরা সমন্বিত পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন।

সমুদ্রের জল

উপরিপথ ও বাঁধ নির্মান, ভূমি ব্যবহারের পুনর্বিন্যাস, উপকূলরেখার সুরক্ষা ও জনবসতি স্থানান্তরের মতো ব্যবস্থাসমূহ কার্যকর করা জরুরি। 

এই গবেষণার ভিত্তিতে ভবিষ্যৎ শহর পরিকল্পনা, নগর অবকাঠামো, জনসংখ্যার আচরণ ও পরিবেশনীতি। সব ক্ষেত্রে একটি সতর্ক বার্তা আমাদের দিচ্ছে: জলবায়ু পরিবর্তন আর সময় নষ্ট করবে না, আমাদের প্রস্তুত থাকতে হবে।

 

POST A COMMENT
Advertisement