Advertisement

Russia Ukraine War Live Updates : ভারতীয়দের নিরাপদে বের করা নিয়ে মোদী-পুতিন আলোচনা

Aajtak Bangla | কলকাতা | 02 Mar 2022, 11:11 PM IST

Russia Ukraine War Live Updates : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনও চলছে। তা সপ্তম দিনে পড়ল। রাশিয়ার সেনা ইউক্রেনের রাজধানী কিভে লাগাতার বোমা বর্ষণ করছে, মিসাইল ছুঁড়ছে। ইউক্রেনে এক ভারতীয় ছাত্র নিহত হয়েছেন। কিভে নাগরিকদের বলা হয়েছে বাঙ্কার অথবা বাড়ির কুঠুরিতে থাকার জন্য।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছেরাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে

highlights

      Russia Ukraine War Live Updates : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনও চলছে। তা সপ্তম দিনে পড়ল। রাশিয়ার সেনা ইউক্রেনের রাজধানী কিভে লাগাতার বোমা বর্ষণ করছে, মিসাইল ছুঁড়ছে। ইউক্রেনে এক ভারতীয় ছাত্র নিহত হয়েছেন। কিভে নাগরিকদের বলা হয়েছে বাঙ্কার অথবা বাড়ির কুঠুরিতে থাকার জন্য। 

      11:08 PM(3 years ago)

      মোদী-পুতিন কথা

      Posted by :- pritam

      রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয়দের নিরাপদে বের করা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। 

      10:22 PM(3 years ago)

      দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ

      Posted by :- pritam

      টোকমকে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, বহু সেনার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।  

      8:56 PM(3 years ago)

      বেলারুশের ২২ নাগরিককে নিষিদ্ধ করল EU

      Posted by :- Soumen Karmakar

      ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বজুড়ে চলছে নিষেধাজ্ঞা জারির পালা। এখন ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের ২২ জন নাগরিককে নিষিদ্ধ করেছে। এরা সবাই রাশিয়াপন্থী। এর আগে আমেরিকা ও ব্রিটেন রাশিয়ার উপর একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

      8:20 PM(3 years ago)

      প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক

      Posted by :- pritam

      ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চ পর্যায়ের বৈঠক। এই ইস্যুতে এর আগেও একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 

      Advertisement
      5:22 PM(3 years ago)

      ভারতীয়রা আজই খারকিভ ছাড়ুন, জারি নির্দেশিকা

      Posted by :- Soumen Karmakar

      ভারতীয়দের আজই খারকিভ ছাড়ার অ্য়াডভাইজারি জারি করল বিদেশ দূতাবাস। তাদের তরফে জানানা হয়েছে, আজকের মধ্যেই যেন  খারকিভ  ছেড়ে দেন ভারতীয়রা। এই নিয়ে টুইটও করা হয়েছে।   

       

       

      4:56 PM(3 years ago)

      ইউক্রেনে আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু

      Posted by :- Soumen Karmakar

      ইউক্রেনে আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি পঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

      4:16 PM(3 years ago)

      তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পরমাণু যুদ্ধ

      Posted by :- Soumen Karmakar

      রাশিয়া ইউক্রেনকে পারমাণু অস্ত্র অর্জন করতে দেবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পারমাণু যুদ্ধ। এবং অত্যন্ত ধ্বংসাত্মক। বলল রাশিয়া। 

       

       

      2:50 PM(3 years ago)

      রাশিয়ায় দূতাবাস বন্ধ করল ইউক্রেন, কিভে বোমাবর্ষণ

      Posted by :- Soumen Karmakar

      রাশিয়ায় ইউক্রেনের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে কর্মীরা চলে গেছে এবং গেটগুলোও সিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সেখান থেকে ইউক্রেনের পতাকাও নামানো হয়েছে। ক্রমশ বাড়ছে আতঙ্ক। এখনও কিভে লাগাতার বোমাবর্ষণ চলছে। 

      2:12 PM(3 years ago)

      যুদ্ধের প্রভাব রাশিয়াতেও

      Posted by :- Soumen Karmakar

      ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার উপরও যুদ্ধের প্রভাব পড়েছে। আমেরিকাসহ প্রায় সব পশ্চিমা দেশ রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ান ব্যাঙ্কগুলির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর সেই কারণে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাশিয়ার মুদ্রার দাম পড়ছে।

      Advertisement
      1:23 PM(3 years ago)

      ইউক্রেনের পাল্টা

      Posted by :- Abhijit

      ইউক্রেনের রাজধানী কিভ থেকে ৩০ কিলোমিটার দূরের বুখার ছবি দেখুন। সংবাদমাধ্যমের দাবি, এখানে রাশিয়ার সেনাকে পাল্টা দিয়েছে ইউক্রেন। সেখানে ক্ষতিগ্রস্থ যানবাহনের পাহাড় হয়ে রয়েছে। 

      1:06 PM(3 years ago)

      রুশ সেনার ক্ষয়ক্ষতি, সুমি থেকে ফিরছে তারা; দাবি ইউক্রেনের

      Posted by :- Soumen Karmakar

      রুশ সেনাবাহিনী সুমি এলাকা থেকে ফিরে যাচ্ছে। দাবি করল ইউক্রেন। দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর রুশ সেনা ফিরছে বলে দাবি ইউক্রেনের। বিনিময়ে উভয় দেশই যুদ্ধবন্দীদের মুক্তি দিচ্ছে। ইউক্রেনের এও দাবি, কিভের প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বুচা এলাকায় রাশিয়ান সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  সেই ছবিও সামনে এসেছে। 

      12:44 PM(3 years ago)

      বিমান হামলায় ২১ জন নিহত

      Posted by :- Soumen Karmakar

      ইউক্রেনের খারকিভ শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে। শহরের গভর্নর দাবি করেছেন, এই বিমান হামলায় ২১ জন মারা গেছেন। ১১২ জন আহত হয়েছেন। এ ছাড়া খোদ খারকিভে অবস্থিত মিলিটারি অ্যাকাডেমিতেও রকেট হামলা চালানো হয়। গত ৯ ঘণ্টায় সেখানে আগুন নেভানো যাচ্ছে না। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। 

      11:43 AM(3 years ago)

      কিভে এখনও আটকে ভারতীয়রা

      Posted by :- Soumen Karmakar

      কিভে এখনও আটকে ভারতীয় পড়ুয়াদের অনেকেই। তাদের কাছে নেই পর্যাপ্ত খাবার। থাকার জায়গাও। সেখান থেকে দ্রুত বেরনোর চেষ্টা করছে তারা। কেউ কেউ ব্যাঙ্কারে আশ্রয় নিয়েছেন। 

      11:22 AM(3 years ago)

      প্রায় ৭ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে

      Posted by :- Soumen Karmakar

      রাশিয়ার একের পর হামলার জেরে ইউক্রেনের মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, গত কয়েকদিনে ইউক্রেন থেকে প্রায় ৭ লাখ নাগরিক পালিয়েছে। তাঁরা আশ্রয় নিচ্ছে আশপাশের দেশে। 

      Advertisement
      10:40 AM(3 years ago)

      C-17 গ্লোবমাস্টার রোমানিয়ার দিকে রওনা

      Posted by :- Abhijit

      বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার রোমানিয়ার দিকে রওনা হয়েছে। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে উড়ান শুরু করেছিল। আজ বিকেলে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

      9:19 AM(3 years ago)

      বোমা বিস্ফোরণ বন্ধ করলে আলোচনা

      Posted by :- Arindam

      আগে বোমা ফেলা বন্ধ করুক রাশিয়া, তারপর আলোচনা হবে। ভ্লাদিমির পুতিনকে বার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

      8:39 AM(3 years ago)

      খারকিভে চলছে যুদ্ধ

      Posted by :- Arindam

      খারকিভ শহরে ব্যাপক যুদ্ধ চলছে। একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। ওদিকে অ্যাপল তাদের সব প্রডাক্ট রাশিয়ায় বিক্রি করা বন্ধ করে দিল।

      7:57 AM(3 years ago)

      পুতিনকে দাম দিতে হবে, বললেন বাইডেন

      Posted by :- Abhijit

      আমেরিকা এবং তার বন্ধুরা ন্যাটোর প্রতিটা ইঞ্চি রক্ষার করার জন্য একসঙ্গে প্রতিরোধ গড়বে। ইউক্রেনবাসী সাহসিকতার সঙ্গে লড়াই করছেন। পুতিনকে দাম দিতে হবে। বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

      7:43 AM(3 years ago)

      ইউক্রেনে সেনা পাঠাবে বেলারুশ

      Posted by :- Abhijit

      যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াতে পারে বেলারুশ। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, ইউক্রেনের বিরুদ্ধে সেনা পাঠাতে পারে। তবে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। 

      Advertisement
      7:33 AM(3 years ago)

      লুঠ, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ

      Posted by :- Abhijit

      এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ইউক্রেনের এক দোকানের ছবি সেটা। সেখানে লুঠপাট করা হচ্ছে। খাবারদাবার লুঠের অভিযোগ রাশিয়ার সেনার বিরুদ্ধে। আজতক বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

      Load More
      Advertisement