scorecardresearch
 

S Jaishankar on Pakistan: 'কট্টরপন্থা দিয়ে পাকিস্তানের GDP-র হিসেব হয়', রাষ্ট্রসঙ্ঘে জয়শঙ্করের তোপ

S Jaishankar: শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে পাকিস্তানকে কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, পাকিস্তান নিজেরাই ইচ্ছাকৃতভাবে নিজেদের পিছিয়ে রেখেছে। সন্ত্রাসবাদকে আশ্রয় করার কারণেই এটা হয়েছে। 

Advertisement
পাকিস্তানকে UN-এ জোরালো জবাব বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। পাকিস্তানকে UN-এ জোরালো জবাব বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
হাইলাইটস
  •  শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে পাকিস্তানকে কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • তিনি বলেন, পাকিস্তান নিজেরাই ইচ্ছাকৃতভাবে নিজেদের পিছিয়ে রেখেছে।
  • সন্ত্রাসবাদকে আশ্রয় করার কারণেই এটা হয়েছে। 

S Jaishankar: শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে পাকিস্তানকে কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, পাকিস্তান নিজেরাই ইচ্ছাকৃতভাবে নিজেদের পিছিয়ে রেখেছে। সন্ত্রাসবাদকে আশ্রয় করার কারণেই এটা হয়েছে। 

'অনেক দেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে নানা কারণের জন্য পিছিয়ে যায়। কিন্তু কিছু দেশ ইচ্ছাকৃতভাবে বিপর্যয়কেই বেছে নেয়। তার একটি প্রধান উদাহরণ হল আমাদের প্রতিবেশী পাকিস্তান', বলেন এস জয়শঙ্কর।

'দুর্ভাগ্যবশত, তাদের অপকর্ম অন্যদেরও প্রভাবিত করে। বিশেষ করে প্রতিবেশী দেশকে। তাদের এই রাজনীতি তাদের জনগণের মধ্যে এক ধরনের ধর্মান্ধতা জাগিয়ে তোলে। তাদের জিডিপি মৌলবাদ দিয়ে মাপা হয়, রফতানি সন্ত্রাসবাদ দিয়ে', বলেন তিনি।

আরও পড়ুন

বিদেশমন্ত্রী আরও বলেন, পাকিস্তানকে তার বর্তমান অবস্থার জন্য বাকি বিশ্বকে দোষারোপ করা উচিত নয়।

এস জয়শঙ্কর পাকিস্তানকে কটাক্ষ করে বলেন, তাদের প্রধানমন্ত্রী কাশ্মীরের পরিস্থিতিকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেছেন। 'আমরা গতকাল এই ফোরামে (UNGA) কিছু উদ্ভট বক্তব্য শুনেছি। আমাকে ভারতের অবস্থানটা স্পষ্ট করতে দিন। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের নীতি কখনই সফল হবে না। এবং এর থেকে দায়মুক্তিরও আশা করবেন না। এর পাল্টা পদক্ষেপ অবশ্যই হবে। ফল পেতে হবে', বলেন এস জয়শঙ্কর।

শুক্রবার ইউএনজিএ-তে বক্তৃতায় শরীফ জম্মু-কাশ্মীরের পরিস্থিতিকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করে বলেন, জনগণ 'তাদের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য এক শতাব্দী ধরে সংগ্রাম করেছে'।

অন্যদিকে, এস জয়শঙ্কর, শনিবারের ইউএনজিএ বক্তৃতায় গাজা যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বিষয়গুলিও তুলে ধরেন।

জয়শঙ্কর আরও জোর দিয়ে বলেন, রাষ্ট্রসংঘকে অবশ্যই বিশ্বকে একটি ভাল জায়গা করে তুলতে পদক্ষেপ নিতে হবে। এমন পরিবর্তনের জন্য রোল-মডেল হিসাবে 'বিকশিত ভারত'-এর উল্লেখ করেন।

Advertisement

Advertisement