ফাইল ছবিমধ্যপ্রাচ্যের ইসলামী দেশ সৌদি আরবের মদ নীতিতে এক বিরল শিথিলতা এসেছে। দেশটিতে কয়েক দশক ধরে মদ বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। এবার সেই নিষেধাজ্ঞা কিছু নির্বাচিত অমুসলিম বিদেশী বাসিন্দাদের জন্য শিথিল করা হয়েছে। আর সেই সুবিধা পেতে হলে মাসিক আয় প্রায় ১৩,৩০০ ডলার (প্রায় ১২ লক্ষ টাকা) বা তার বেশি হতে হবে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদে অবস্থিত একমাত্র মদের দোকানে এই ধনী অমুসলিমরা বিয়ার ও অন্যান্য অ্যালকোহল কিনতে পারবেন। এর আগে কূটনীতিক ও প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য সীমিত সুবিধা ছিল। মদ কেনার আগে দোকানে বেতনের শংসাপত্র দেখাতে হবে। সৌদি আরবে গড় মাসিক বেতন প্রায় ২,৭৫০ ডলার (প্রায় ২.৪৭ লক্ষ টাকা)।
এই পদক্ষেপটি দেশের 'ভিশন ২০৩০' কৌশলের অংশ, যার লক্ষ্য অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণ। সাম্প্রতিক কয়েক বছরে নারীদের গাড়ি চালানোর স্বাধীনতা, ভ্রমণের অধিকারসহ বিভিন্ন সংস্কারও হয়েছে।
১৯৫২ সালে বাদশাহ আব্দুল আজিজের ছেলে এক ব্রিটিশ কূটনীতিককে গুলি করার পর সৌদি আরব মদ বিক্রি ও ক্রয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। ৭০ বছর পর এই শিথিলকরণকে নীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে একমাত্র মদের দোকান খোলা আছে, আর জেদ্দা ও দাহরানেও নতুন দোকান খোলা হবে। উচ্চ আয়ের অমুসলিমরা এখন এই দোকান থেকে মদ কিনতে পারবেন।
সৌদি আরব এই পদক্ষেপের মাধ্যমে পর্যটন বাড়ানো, আন্তর্জাতিক কোম্পানি আকৃষ্ট করা এবং তেলের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়াও দেশের আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ।