
SCO Summit 2025 Updates: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO Summit 2025) এর বৈঠকের শুরুতেই একাধিক তাৎপর্যপূর্ণ ছবি। এদিন তিয়ানজিনের সম্মেলন স্থলে একসঙ্গে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদমাধ্যমের ভিডিও এবং ছবিতে তিন নেতার উষ্ণ করমর্দন, হাসি ঠাট্টা এবং সংক্ষিপ্ত আলাপচারিতার দৃশ্য ধরা পড়েছে।
এদিন বৈঠক শুরুর সঙ্গে সঙ্গেই মূল অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার আগে বক্তব্য রাখেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন আন্তর্জাতিক মহলে 'বুলিয়িং'(Bullying) বা দাদাগিরির মনোভাবের তীব্র সমালোচনা করেন শি জিনপিং। সমস্ত দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার পক্ষে সওয়াল করেন তিনি। বলেন, 'বিশ্বে সাম্য আর সহযোগিতার পরিবেশ তৈরি করতেই এসসিও কে এগিয়ে আসতে হবে।' ট্রাম্প ট্যারিফের আবহে তাঁর এই মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।
SCO Summit 2025 Live Updates: নজর রাখুন এই অংশে
>>> এসসিও সামিট থেকে বেরিয়েই এক গাড়িতে রওনা মোদী ও পুতিনের
SCO সামিটের মূল অধিবেশন শেষ। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক মোদীর। তার আগে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁরই গাড়িতে উঠতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।
>>> নাম না করে পাকিস্তানের তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নাম না করে পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 'সন্ত্রাস সমগ্র মানবজাতির একটি সমস্যা। কোনও দেশ, সমাজ বা নাগরিকই সন্ত্রাস থেকে সম্পূর্ণ নিরাপদ নয়।' এরপরই বলেন, 'কিছু দেশ আছে, যারা প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সাপোর্ট করে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।' পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে মোদীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।
>>> এসসিও দেশগুলির মোট অর্থনীতি ৩০ ট্রিলিয়ন USD রও বেশি: জিনপিং
শি জিনপিং বলেন, এসসিও র সদস্য দেশগুলির অর্থনীতি মিলিয়ে সব মিলিয়ে প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। ইতিমধ্যেই এই সদস্য দেশগুলিতে চিন বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। সেই অঙ্ক ৮৪ বিলিয়ন ডলারেরও বেশি। তিনি দ্রুত এসসিও ডেভেলপমেন্ট ব্যাঙ্ক স্থাপন এবং আঞ্চলিক সমস্যার সমাধানে নতুন নিরাপত্তা নীতি তৈরিরও আহ্বান জানান।
>>> ১০০টি উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব জিনপিংয়ের
শি জিনপিং: এসসিও সদস্য দেশগুলির উন্নয়নের জন্য ১০০টি ছোট ছোট প্রকল্প গ্রহণ করা হবে। এগুলির মূল লক্ষ্য হবে বিভিন্ন দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।
>>> সহযোগিতার মাধ্যমে উন্নতির বার্তা জিনপিংয়ের
শি জিনপিং: তিনি বলেন, 'আমরা সবাই বন্ধু, সবাই পার্টনার। আমাদের প্রত্যেকের নিজস্বতাকে সম্মান করতে হবে। তার পাশাপাশি স্ট্র্যাটেজিক কানেকশান বাড়াতে হবে। যৌথভাবে, সহযোগিতার মাধ্যমেই উন্নতি করতে হবে।'
>>> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স পোস্ট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের এক্স (X) হ্যান্ডেলে তিয়ানজিনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সেখানে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। একটি পোস্টের ক্যাপশনে লেখেন, 'প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যতবারই দেখা হয়, দারুণ লাগে!'
>>> মোদী ও পুতিনকে এদিন আলাদাভাবে কথোপকথনের সময় একে অপরকে আলিঙ্গনও করতে দেখা যায়। সেই ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
>>> এসসিও র মূল বৈঠকে আজ আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। সদস্য দেশগুলির মধ্যে যোগাযোগ ও বিনিয়োগ বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে।