Pakistan On Modi-Trump: ভারত-পাক যৌথ বিবৃতিতে 'অবাক' পাকিস্তান, সন্ত্রাস প্রসঙ্গে আরও কোণঠাসা

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর দুই দেশের তরফ থেকে একটি যৌথ বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে,'বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সম্মত হয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। প্রতিটি কোণা থেকে সন্ত্রাসবাদের নিরাপদ স্বর্গকে নির্মূল করতে হবে'।

Advertisement
ভারত-পাক যৌথ বিবৃতিতে 'অবাক' পাকিস্তান, সন্ত্রাস প্রসঙ্গে আরও কোণঠাসাভারত-মার্কিন বিবৃতি নিয়ে গোঁসা পাকিস্তানের
হাইলাইটস
  • বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বৈঠকের পর দুই দেশের তরফ থেকে একটি যৌথ বিবৃতি জারি করা হয়।

পাকিস্তান নিয়ে ভারত-মার্কিন যৌথ বিবৃতি নিয়ে গোঁসাঘরে ইসলামাবাদ। আসলে, যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদের বিষয়ে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যা নিয়ে চাপে ভারতের পড়শি দেশ। তীব্র প্রতিক্রিয়া দিয়েছে সে দেশে বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর দুই দেশের তরফ থেকে একটি যৌথ বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে,'বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সম্মত হয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। প্রতিটি কোণা থেকে সন্ত্রাসবাদের নিরাপদ স্বর্গকে নির্মূল করতে হবে'। সেই সঙ্গে পাকিস্তান যাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সে কথাও বলা হয়েছে ওই যৌথ বিবৃতিতে। 

ভারত-মার্কিন যৌথ বিবৃতি অনুযায়ী,'২৬/১১ মুম্বই হামলা, পাঠানকোট হামলার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। যেই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে তাদের ভূখণ্ড যেন সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী হামলার জন্য ব্যবহার না করা হয়'। সেই সঙ্গে আইসিস, জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া কথাও বলা হয়েছে যৌথ বিবৃতিতে।   

এই যৌথ বিবৃতিকে একপেশে বলে অভিহিত করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র শাফকাত আলি খান। তাঁর কথায়,'মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের এই বক্তব্য কেবল একপেশেই নয়, বিভ্রান্তিকর এবং কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী'। তিনি যোগ করেন,
 সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ত্যাগ উপেক্ষা করা হয়েছে এই বিবৃতিতে। এতে যারপরনাই বিস্মিত তারা। সন্ত্রাসবাদের প্রতি ভারতের সমর্থন এই ধরনের বক্তব্য দিয়ে লুকোনো যাবে না।

দুনিয়াজুড়ে সন্ত্রাসবাদের অভিশাপের বিরুদ্ধে লড়াই করার উপর জোর দেওয়া হয়েছে যৌথ বিবৃতিতে। বলা হয়েছে, বিশ্বের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল নির্মূল করতে হবে। এর পাশাপাশি, আল-কায়েদা, আইসিস, জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবা-সহ সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দুই দেশ। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের নাম না করেই সতর্কবার্তা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন,'চলতি বছরের শুরু থেকে ভারতের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা ও ভারত আগের মতোই উগ্র ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, যা গোটা বিশ্বের জন্য হুমকির'। 

Advertisement

POST A COMMENT
Advertisement