আমেরিকার ট্যারিফ বাড়ানোর পরে চিন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ভারত ওই দুই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। আর এবার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব মজবুত করার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠক করেন শাহবাজ। সেখানে খোলামেলা নিজের ইচ্ছের কথা জানান। পুতিনকে একজন বিশ্ববন্দিত নেতা আখ্যা দিয়ে শাহবাজ বলেন, 'ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মজবুত। তার প্রশংসা করছি। এতে আমরা খুশি। তবে আমরাও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাই। এতে দুই দেশ এগিয়ে যাবে। সমৃদ্ধ হবে।'
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিনা সামরিক কুচকাওয়াজে দুই নেতাই এদিন যোগ দেন। বেজিংয়ে কূটনৈতিক বৈঠকের অংশ হিসেবে পুতিন চিনের রাষ্ট্রপতি জিনপিং এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গেও বৈঠকে বসেন।
এর আগে এসসিও শীর্ষ সম্মেলনে পুতিন গ্রুপ ছবি তোলার পর চিনের জিনপিংয়ের সঙ্গে হাঁটছিলেন, তখন শরিফকে পুতিনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে দেখা যায়। করমর্দনের চেষ্টা করেন। তবে পিছনে পড়ে গিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছিল।
পহেলগাঁওতে হামলার পর এই প্রথমবার শরিফ ও মোদীকে এক মঞ্চে দেখা যায় চিনের এসসিও-তে। পাকিস্তান বরাবরই শান্তিপ্রিয়। আমরা প্রতিবেশী দেশগুলিকে সম্মান করি। আমরা চাই সব সময়ে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক। তা শোনার পর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছিলেন, ভারত-চিন-রাশিয়া যে নতুন অক্ষ তৈরি হয়েছে, তাতেই ভয় পেয়ে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী।