Florida State University: রক্তাক্ত আমেরিকা, ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, ২ জনের মৃত্যু

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলল গুলি। বৃহস্পতিবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এক বন্দুকবাজ হামলা চালায়। হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৬ জন। এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ।

Advertisement
রক্তাক্ত আমেরিকা, ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, ২ জনের মৃত্যুফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলল গুলি।
হাইলাইটস
  • ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলল গুলি।
  • বৃহস্পতিবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এক বন্দুকবাজ হামলা চালায়।
  • এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলল গুলি। বৃহস্পতিবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এক বন্দুকবাজ হামলা চালায়। হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৬ জন। এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, নিহতরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন। আহতদের মধ্যে কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলার খবর পেয়েই সেখানে যায় পুলিশের টহলদারি দল, অ্যাম্বুল্যান্স। 

এই ঘটনায় খোঁজ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসংস্থা রয়টার্সকে ট্রাম্প বলেছেন, 'ভয়ঙ্কর ঘটনা। যা ঘটল, ভয়ঙ্কর।'

হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কয়েকশো পড়ুয়া চিৎকার জুড়ে দেন। হামলার জেরে মুহূর্তেই লকডাউন পরিস্থিতি তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসজুড়ে আপৎকালীন পরিস্থিতি জারি করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও কর্মসূচি বাতিল করা হয়। 

হামলায় নিহতদজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর। প্রসঙ্গত, অতীতেও বহুবার বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকবাজের হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। 

POST A COMMENT
Advertisement