Shubhanshu Shukla: শুভাংশু কবে পৃথিবীতে ফিরছেন? মহাকাশ থেকে ভারতীয়দের বড় বার্তা দিলেন

Subhangshu Sukla: দীর্ঘ চার দশক পরে মহাকাশে ভারতীয়। ১৮ দিন ISS-এ ঐতিহাসিক অভিযানের পর, অবশেষে সোমবার পৃথিবীর পথে পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

Advertisement
শুভাংশু কবে পৃথিবীতে ফিরছেন? মহাকাশ থেকে ভারতীয়দের বড় বার্তা দিলেনপ্রত্যেক ভারতীয়র জন্য বড় মেসেজ দিলেন শুভাংশু, আজই ফিরছেন ISS থেকে
হাইলাইটস
  • ১৮ দিন ISS-এ ঐতিহাসিক অভিযানের পর, অবশেষে সোমবার পৃথিবীর পথে পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
  • ওনা হওয়ার আগে মহাকাশ থেকেই দেশবাসীদের দিলেন আবেগঘন মেসেজ।
  • এই মুহূর্তকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে বর্ণনা করেন তিনি।

Subhangshu Sukla: দীর্ঘ চার দশক পরে মহাকাশে ভারতীয়। ১৮ দিন ISS-এ ঐতিহাসিক অভিযানের পর, অবশেষে সোমবার পৃথিবীর পথে পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রওনা হওয়ার আগে মহাকাশ থেকেই দেশবাসীদের দিলেন আবেগঘন মেসেজ।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন, 'চার দশক আগে একজন ভারতীয় মহাকাশে গিয়েছিলেন। তিনিও জানিয়েছিলেন যে, আকাশ থেকে ভারতকে কেমন দেখায়। আর আজ আমিও বলছি... আজকের ভারত উচ্চাকাঙ্ক্ষী, ভয়ডরহীন, আত্মবিশ্বাসী আর আত্মমর্যাদায় পরিপূর্ণ। তাই আবারও বলছি, আজও ভারত ‘সারে জাঁহা সে আচ্ছা’।'

এই মুহূর্তকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে বর্ণনা করেন তিনি। বলেন, 'আমার এই যাত্রা শেষের পথে। কিন্তু আমাদের মহাকাশ গবেষণার যাত্রা চলতে থাকবে। এই পথ দীর্ঘ ও কঠিন। তবে আমি নিশ্চিত, ইচ্ছাশক্তি থাকলে যে কোনও অসাধ্য সাধন সম্ভব।'

গত আড়াই সপ্তাহ মহাকাশে থেকে গবেষণা করেছেন শুভাংশু শুক্লা। মহাকাশে তাঁর সঙ্গীদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'এখানে আসার পরে শুধু বিজ্ঞানচর্চা নয়, বিশ্বজুড়ে মানুষের সঙ্গে এক যোগসূত্র স্থাপন করেছি। সময় পেলে পৃথিবীর দিকে তাকিয়েছি। এককথায় জাদুকরী অনুভূতি। এই মিশনের প্রভাব শুধুই বিজ্ঞানে সীমাবদ্ধ নয়। যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একসঙ্গে একটা লক্ষ্য নিয়ে কাজ করে, তখন যা সম্ভব হয়, সেটা নিজের চোখে দেখেছি।'
These pictures show India's Shubhanshu Shukla is loving it in space - India  Today

সোমবার সন্ধ্যায় পৃথিবীর পথে যাত্রা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের হারমোনি মডিউলের ফরোয়ার্ড ফেসিং পোর্ট থেকে সোমবার সন্ধ্যা ৪.৩৫ মিনিটে (ভারতীয় সময়) ডিট্যাচ হবে শুভাংশু শুক্লার যান। সঙ্গে রয়েছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের আরও তিন সদস্য। তাঁরা ফিরবেন স্পেস-এক্সের ড্রাগন ক্যাপসুলে। অবতরণ হবে ক্যালিফোর্নিয়া উপকূলে।

পৃথিবীতে ফিরতে সময় লাগবে প্রায় ২২.৫ ঘণ্টা। মঙ্গলবার (১৫ জুলাই) ভারতীয় সময় দুপুর ৩টেয় ক্যালিফোর্নিয়ার উপকূলে ‘স্প্ল্যাশডাউন’-এর মাধ্যমে শেষ হবে মহাকাশের সফর। স্পেস-এক্স জানিয়েছে, ড্রাগন ক্যাপসুল প্রথমে পৃথিবীকে কেন্দ্র করে পাক দিতে দিতে কক্ষপথ ছোট করবে। তারপর একসময় পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ঢুকে যাবে।
It was an amazing ride and then suddenly...: Shuks from spacecraft -  Rediff.com

Advertisement

একাধিক গবেষণা, ছাত্রদের সঙ্গে কথপোকথন

শুভাংশু শুক্লাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়। পাশাপাশি গত ৪১ বছরে তিনিই ভারতের প্রথম মহাকাশচারী। তাঁর অভিযানের আয়ু ছিল ১৪ দিনের। কিন্তু আবহাওয়া ও অন্যান্য কারণে আরও কিছুদিন থাকতে হয়। 

এই সময়ে তিনি ভারতীয় গবেষণা সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রস্তাবিত বেশ কিছু মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট করেছেন। কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। রেডিও মারফত স্কুল-কলেজের ছাত্রদের সঙ্গেও কথা বলেন।
India's Shubhanshu Shukla to return home, Ax-4 Dragon undock from Space  Station today - India Today

এই অ্যাক্সিয়ম-৪ মিশনে ৩১টি দেশের ৬০টি বৈজ্ঞানিক গবেষণার কাজ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড, হাঙ্গেরি, সৌদি আরব, ব্রাজিল, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি-সহ ইউরোপের একাধিক দেশের গবেষণা ছিল এই তালিকায়।

ফিরেই শুরু হবে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম

পৃথিবীতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে শুভাংশু শুক্লার শারীরিক রিহ্যাব প্রোগ্রাম শুরু হবে। প্রায় এক সপ্তাহ ধরে চলবে। ওজনহীন পরিবেশ থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণে শরীরকে ফের মানিয়ে নেওয়ার জন্য বিশেষ চিকিৎসক টিমের নজরদারিতে থাকবেন তিনি। 

POST A COMMENT
Advertisement