মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি শুরুর পর মাত্র ছয় মাসের মধ্যে বিপুল সংখ্যক ভারতীয়কে সেখানে থেকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ১,৫৬৩ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে। জয়সওয়াল বলেন, 'এই ভারতীয় নাগরিকদের বেশিরভাগকেই বাণিজ্যিক বিমানে ফেরত পাঠানো হয়েছে।'
সংসদে আগে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০২১) মোট ৬,১৩৫ জন ভারতীয়কে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালেই রেকর্ড ২,০৪২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল।
অন্যান্য বছরের হিসাবে ২০১৭ সালে ১,০২৪ জন, ২০১৮ সালে ১,১৮০ জন এবং ২০২০ সালে ১,৮৮৯ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়। এর বিপরীতে, জো বাইডেনের প্রেসিডেন্সির সময় নির্বাসিত ভারতীয় নাগরিকের সংখ্যা নেমে আসে প্রায় ৩,০০০-এ।
ট্রাম্প প্রশাসন বরাবরই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ক্ষমতায় আসার প্রথম মাসেই যুক্তরাষ্ট্র থেকে ৩৭,৬৬০ জন অভিবাসীকে বহিষ্কার করা হয়েছিল। সূত্রের দাবি, বর্তমানে মার্কিন প্রশাসন ১৮,০০০ অবৈধ ভারতীয়ের একটি তালিকা প্রস্তুত করেছে যাদের বিরুদ্ধে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হবে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যেসব ভারতীয় নাগরিক আইনি সহায়তার প্রয়োজন তাদের প্রয়োজনে সাহায্য করার জন্য ভারতীয় মিশনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।