সৌদি আরবের রাজপরিবারের সদস্য ও জনপ্রিয়ভাবে পরিচিত ‘ঘুমন্ত যুবরাজ’ প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। ২০০৫ সালে লন্ডনে এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আল ওয়ালিদ। দুর্ঘটনার সময় তিনি যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে অধ্যয়নরত ছিলেন। ওই দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে মারাত্মক আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। জরুরি চিকিৎসা ও যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের হস্তক্ষেপ সত্ত্বেও তিনি আর চেতনা ফিরে পাননি।
দীর্ঘ চিকিৎসার পর তাঁকে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি প্রায় দুই দশক ধরে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল লাইফ সাপোর্ট সরানোর সব প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন এবং সন্তানের অলৌকিক আরোগ্যের জন্য আশা ধরে রেখেছিলেন। এই দীর্ঘ সময়ে মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সামান্য নড়াচড়ার ভিডিও প্রকাশিত হয়েছে, যেমন আঙুলের সামান্য সঞ্চালন, যা তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের আশার আলো জাগিয়েছিল।
রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জুলাই (রবিবার) আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে। প্রায় দুই দশক কোমায় থাকার পর তাঁর মৃত্যু সৌদি রাজপরিবার এবং বিশ্বের নানা প্রান্তের মানুষের মধ্যে শোকের ছায়া ফেলেছে।