চিকিৎসাবিজ্ঞানে এই বছর নোবেল পুরস্কার (Nobel Prize 2022) পেলেন সুইডেনের বিজ্ঞানী সান্তে প্যাবো (Svante Paboo)। আজ সোমবার নোবেল কমিটির তরফে তাঁর নাম ঘোষণা করা হয়। এই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপলজির ডিরেক্টর। নোবেল কমিটি জানিয়েছে, বিলুপ্ত হোমিনদের জিনোম ও মানবজাতির বিবর্তন (Research On Evolution) বিষয়ে গবেষণার জন্য পুরস্কার দেওয়া হয়েছে পাবোকে। তাঁর গবেষণা প্রমাণ করেছে যে আধুনিক মানুষের ডিএনএ-র সঙ্গে মিল রয়েছে বিলুপ্ত নিয়ান্ডারথাল (Neanderthals) এবং ডেনিসোভানদের (Denisovans)। এই দুই বিলুপ্ত প্রজাতি থেকে মানব শরীরে জিন স্থানান্তর হয়েছে। সংক্রমণের মোকাবিলায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা খানিক ঠিক করে এই জিন প্রবাহ। গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার জিতেছিলেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম প্যাটাপাউটিয়ান।
পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি আরও বলেছে যে এই বিজ্ঞানী বর্তমান সময়ের মানুষের বিলুপ্ত আত্মীয় নিয়ান্ডারথালের জিনোম ক্রমানুসারে তৈরি করেছেন এবং পূর্বে অজানা হোমিনিন ডেনিসোভারদের সম্পর্কে চাঞ্চল্যকর আবিষ্কার করেছেন।
পুরস্কার মূল্য হিসাবে সান্তেপাবো পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৭০৫ টাকা। সান্তে পাবো সুনে বার্গস্ট্রমের ছেলে, যিনি ১৯৮২ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছিলেন।
চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার সূচনা হল। আগামীকাল পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হবে আগামী শুক্রবার। ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডিশ আবিষ্কারক তথা এবং ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলি হল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।