অমৃতসর থেকে বার্মিংহাম যাচ্ছিল Air India Boeing Dreamliner 787-8 বিমান। তবে নামার সময়ই বিপত্তি। জরুরি টারবাইন বা Ram Air Turbine চালু করতে হয় বিমানের। এর পর বার্মিংহাম এয়ারপোর্টে বিমানটির জরুরি অবতরণ করা হয়।
প্রসঙ্গত, এই বিমানটির ফ্লাইট নম্বর ছিল AI117। আর এই ঘটনা বার্মিংহাম বিমানবন্দরে নামার সময়ই ঘটে।
এয়ার ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, 'এই বিমানটি বার্মিংহামে নিরাপদভাবে অবতরণ করেছে। বিমানের সমস্ত ইলেকট্রিক্যাল ও হাইড্রোলিক সিস্টেম স্বাভাবিক কাজ করছিল।'
Ram Air Turbine বা RAT কী?
এটি একটি ছোট পাখার মতো যন্ত্র। এটি বিমানে বিদ্যুৎ বা ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এটি বাতাসের গতি করে ব্যবহার। তার মাধ্যমে জরুরি শক্তি উৎপন্ন করে। এই যন্ত্রটি খুব গুরুতর পরিস্থিতিতে কাজ শুরু করে।
এই একই বিমানে হয়েছিল দুর্ঘটনা
আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা এখনও সকলের স্মৃতিতে স্পষ্ট। সেই দুর্ঘটনায় ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। তাতে প্রাণ যায় প্রায় ২৬০ জন মানুষের।
আর সেই অভিশপ্ত বিমানটিও ছিল একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার মডেলের। সেখানেও দুর্ঘটনার আগে RAT সিস্টেম চালু হয়।
আসলে বিমানটি ওড়ার পরই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে। যার ফলে কাজ করা বন্ধ করে দেয় ইঞ্জিন। এমন পরিস্থিতিতেই RAT সক্রিয় হয়েছিল। যদিও তাতে দুর্ঘটনা এড়ানো যায়নি।
কী জানান হয় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে?
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, '৪ অক্টোবর অমৃতসর থেকে বার্মিংহামগামী AI117 ফ্লাইটের ফাইনাল অ্যাপ্রোচ চলাকালীন বিমানটির Ram Air Turbine-এর (RAT) ব্যবহার শুরু হয়ে যায়। তবে বিমানের সব ইলেকট্রিক্যাল এবং হাইড্রোলিক সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছিল। যার ফলে প্লেনটি একদম নিরাপদভাবে বার্মিংহামে নেমে আসে।'
সংস্থার পক্ষ থেকে আরও দাবি, যান্ত্রিক পরীক্ষার জন্য বিমানটি গ্রাউন্ড করা হয়েছে। ফলে বার্মিংহাম থেকে দিল্লিগামী AI114 ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
কোনও ত্রুটি মেলেনি
আবারও একটি অনভিপ্রেত ঘটনা ঘটার পর নড়েচড়ে বলেছে এয়ার ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে দাবি, বিমানটি মাটিতে নামার পর সমস্ত রকমের পরীক্ষা করা হয়। তাতে কোনও সমস্যা ধরে পড়েনি। বিমানের সিস্টেম একবারে ঠিকই ছিল। তবে আপাতত প্লেনটির সমস্ত রকমের পরীক্ষা হবে। সেই কারণে বিমানটিকে আপাতত গ্রাউন্ড করা হয়েছে।