সংবাদমাধ্যমের হেডলাইন আর নেটপাড়ার ভাইরাল পোস্টগুলি দেখে সকলেরই প্রশ্ন আগমী ২ অগাস্ট কি অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবী? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে ওই দিন?
সহজ কথায় জবাব হল, না।
বাস্তবে জ্যোতির্বিজ্ঞানীরা এমন কোনও সূর্যগ্রহণের কথা জানাননি। ২ অগাস্ট কোনও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে না। ২০২৫ নয়, যে দিনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই হচ্ছে তা ২০২৭ সালের ২ অগাস্ট। ওই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী।
বিভ্রান্তির সূত্রপাত কী থেকে?
'৬ মিনিট থেকে অন্ধকারের গ্রাসে চলে যাবে পৃথিবী।' এই লাইন দিয়েই ভাইরাল হচ্ছে একাধিক পোস্ট। বলা হচ্ছে, এমন অভিজ্ঞতার সাক্ষী হবে ২ অগাস্ট। তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভুল দিনের কথা বলে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। কোনও কোনও ভাইরাল পোস্টে এ-ও বলা হচ্ছে, ২০২৫ সালের ২ অগাস্ট নজিরবিহীন এবং বিরল দৃশ্য দেখা যাবে আকাশে। স্কাইওয়াচাররাও কিছুক্ষণের জন্য ভিরমি খেয়ে গিয়েছিলেন এই পোস্টগুলি দেখে।
নাসার পক্ষ থেকে সাউ জানানো হয়েছে, আগামী ২ অগাস্ট কোনও সূর্যগ্রহণ হচ্ছে না। বরং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগাস্ট। ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্য প্রাচ্য থেকে দেখা যাবে সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বহু যুগ যা কেউ দেখেনি ওই দিন তার সাক্ষী থাকবে পৃথিবী।
২০২৭ সালে কী হবে?
২০২৭ সালের ২ অগাস্ট চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে চলে আসবে। দুপুরেই নামবে আঁধার। দক্ষিণ স্পেন থেকে উত্তর আফ্রিকা হয়ে মধ্য প্রাচ্য পর্যন্ত দেখা যাবে সেই বিরল মহাজাগতিক দৃশ্য।
২ বছর পর সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলবে ৬ মিনিট পর্যন্ত। ২১ শতাব্দীর সেটাই হবে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ।
ইদানিংকালে খুব দ্রুত ভাইরাল হয় ভুয়ো তথ্য। তবে এমন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকার জন্য অপেক্ষা করতে হবে ২০২৭ পর্যন্ত।