দিল্লির পর কাঠমান্ডু বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটি, বাতিল সব উড়ান

ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র রেনজি শেরপার বক্তব্য, “রানওয়ে-র লাইটিং সার্কিটে প্রযুক্তিগত গোলযোগ দেখা দিয়েছে, যার ফলে সন্ধ্যা নাগাদ সমস্ত উড়ান নিরাপত্তার স্বার্থে স্থগিত রাখা হয়েছে।” স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে এই সমস্যা শনাক্ত করা হয়। ২০টিরও বেশি দেশ থেকে আগত উড়ান স্থগিত, অন্তত পাঁচটি বিমানে যাত্রী আটকে পড়েছেন।

Advertisement
দিল্লির পর কাঠমান্ডু বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটি, বাতিল সব উড়ান

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল থেকে সব আগমন ও প্রস্থানকারী উড়ান বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রানওয়ের লাইটিং সিস্টেমে (Runway Airfield Lighting System) আকস্মিক প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র রেনজি শেরপার বক্তব্য, “রানওয়ে-র লাইটিং সার্কিটে প্রযুক্তিগত গোলযোগ দেখা দিয়েছে, যার ফলে সন্ধ্যা নাগাদ সমস্ত উড়ান নিরাপত্তার স্বার্থে স্থগিত রাখা হয়েছে।” স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে এই সমস্যা শনাক্ত করা হয়।

এর ফলে বিমানবন্দরের অন্তত পাঁচটি আন্তর্জাতিক ও ঘরোয়া উড়ান হোল্ডে রাখতে হয়েছে। ইতিমধ্যেই দিল্লি, দুবাই, দোহা, সিউল ও কুয়ালালামপুরগামী বিমানের যাত্রীদের বিমানবন্দর লাউঞ্জে আটকে রাখা হয়েছে। টেকঅফ ও ল্যান্ডিং সম্পূর্ণ বন্ধ থাকায় পরিস্থিতি কার্যত স্থবির।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তি দলে থাকা বিশেষজ্ঞরা ত্রুটি নির্ণয় ও সারানোর কাজ শুরু করেছেন। প্রাথমিক অনুমান, ভারী বৃষ্টির জলে শর্ট সার্কিট বা তারের ক্ষতি থেকেই এই বিপর্যয়। নিরাপত্তার স্বার্থে রানওয়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে যতক্ষণ না লাইটিং সিস্টেম স্বাভাবিক হয়।

উল্লেখযোগ্যভাবে, এর ঠিক এক দিন আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেমে একইরকম প্রযুক্তিগত গোলযোগ দেখা গিয়েছিল, যাতে ৮০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

ত্রিভুবন বিমানবন্দর নেপালের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হওয়ায় এই ঘটনায় দেশজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের দোহা, দুবাই ও ব্যাংককমুখী ফ্লাইটগুলির দিক পরিবর্তন করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করে ফ্লাইট অপারেশন পুনরায় শুরু করা হবে।

 

POST A COMMENT
Advertisement