ট্রাম্প-মোদীর বন্ধুত্বে শুল্ক কাঁটা? তাৎপর্যপূর্ণ মন্তব্য US প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ‘খুবই ভাল’। তবু তার মধ্যেই একটু হলেও যেন অম্ল-মধুর ব্যাপার। মঙ্গলবার সেই কথাই প্রকাশ্যে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
ট্রাম্প-মোদীর বন্ধুত্বে শুল্ক কাঁটা? তাৎপর্যপূর্ণ মন্তব্য US প্রেসিডেন্টেরভারত-আমেরিকা সম্পর্কের এক জটিল ছবি ধরা পড়ছে ট্রাম্পের মন্তব্যে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ‘খুবই ভাল’। তবু তার মধ্যেই একটু হলেও যেন অম্ল-মধুর ব্যাপার। মঙ্গলবার সেই কথাই প্রকাশ্যে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। হাউস জিওপি মেম্বার রিট্রিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, আমেরিকার আরোপ করা উচ্চ শুল্ক নিয়ে তাঁর উপর খুশি নন প্রধানমন্ত্রী মোদী। বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনা ঘিরে যে শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, তা নিয়েই অসন্তোষ ভারতের।

ট্রাম্পের বক্তব্য, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগতভাবে ভাল হলেও নীতিগত সিদ্ধান্তে অস্বস্তি তৈরি হয়েছে। তাঁর দাবি, আমেরিকার চাপের ফলে ভারত রাশিয়া থেকে তেল আমদানি অনেকটাই কমিয়েছে। কিন্তু তার বদলে ভারতকে এখন ‘অনেক শুল্ক’ দিতে হচ্ছে। ট্রাম্প বলেন, 'ওঁর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। কিন্তু এখন উনি খুব একটা খুশি নন। কারণ, ওঁদের এখন অনেক শুল্ক দিতে হচ্ছে। তবে রাশিয়া থেকে তেল কেনা ওঁরা অনেকটাই কমিয়েছে।' সেই সঙ্গে ট্রাম্প দাবি করেন, এক বৈঠকে নরেন্দ্র মোদী নিজেই তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

এই প্রসঙ্গে ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। তার মধ্যে ২৫ শতাংশ শুল্ক সরাসরি যুক্ত ভারতের রাশিয়া থেকে তেল কেনার সঙ্গে। মস্কোর সঙ্গে শক্তি বাণিজ্য বন্ধ করতেই এই শুল্কনীতি, স্পষ্ট করে দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আগেও একাধিক বার সতর্ক করেছেন, রাশিয়া থেকে তেল আমদানি আরও না কমালে ভারতের উপর অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

শুল্ক বিতর্কের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার কথাও তুলেছেন ট্রাম্প। তাঁর বক্তব্যে উঠে আসে বহু দিন ধরে ঝুলে থাকা অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহের প্রসঙ্গ। ট্রাম্প বলেন, ভারত কয়েক বছর ধরে এই হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। তাঁর দাবি, বিষয়টি এখন বদলাতে চলেছে। 'আমরা এটা বদলাচ্ছি। ভারত ৬৮টি অ্যাপাচে অর্ডার করেছে,' বলেন ট্রাম্প। যদিও এই বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য দেননি তিনি।

Advertisement

এর আগেও শুল্ক নিয়ে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, প্রয়োজনে ভারতের উপর আরও শুল্ক বাড়ানো হতে পারে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারত সহযোগিতা না করলে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসাও করতে শোনা যায় ট্রাম্পকে। তাঁর কথায়, 'মোদী খুব ভাল মানুষ। উনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করাটা গুরুত্বপূর্ণ ছিল। ওঁরা বাণিজ্য করে, আর আমরা খুব দ্রুত শুল্ক বাড়াতে পারি।'

ট্রাম্প ও মোদীর সাম্প্রতিক ফোনালাপও তাৎপর্যপূর্ণ। সেই আলোচনায় দুই দেশই শুল্ক সংক্রান্ত টানাপড়েন সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দু’পক্ষই আগ্রহী।

শুল্ক, রাশিয়ার তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম; সব মিলিয়ে ভারত-আমেরিকা সম্পর্কের এক জটিল ছবি ধরা পড়ছে ট্রাম্পের মন্তব্যে। সম্পর্কের ভিত মজবুত থাকলেও নীতিগত সংঘাত যে এখনও মেটেনি, তা স্পষ্ট। তবু উভয় দেশই সমঝোতার পথ খোলা রাখতে চাইছে, এমনই ইঙ্গিত মিলছে হোয়াইট হাউস ও নয়াদিল্লির কথাবার্তায়।

POST A COMMENT
Advertisement