রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য ভারতকে দায়ী করলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, তিনি নাকি সাম্প্রতিক অতীতে সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। আর তার মধ্যে ভারত-পাকিস্তানও আছে বলে দাবি করেন। এরই মধ্যে রাষ্ট্র সংঘকেও কটাক্ষ করেন। বলেন, 'আমি চাই UN ই এগুলো করুক, কিন্তু শেষ পর্যন্ত আমাকেই করতে হল।'
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন যে, ন্যাটো দেশগুলি এই যুদ্ধের ফান্ডিং করছে। তিনি ভারত ও চিনের বিরুদ্ধে ইউক্রেন সংঘাতে মস্কোকে ফান্ডিং করার অভিযোগ তোলেন। ট্রাম্প বলেন, 'চিন ও ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধের মূল ফান্ডিংটা করছে।'
রাশিয়ার থেকে তেল কেনা মানেই যুদ্ধের ফান্ডিং করা: ট্রাম্প
ট্রাম্প বলেন, 'এটা লজ্জাজনক যে ন্যাটো দেশগুলি রাশিয়ার জ্বালানি বিক্রি বন্ধ করতে বিন্দুমাত্র পদক্ষেপই নেয়নি। ওরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধেরই ফান্ডিং করছে।'
তার ব্যাখ্যা, 'ওরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে একইসঙ্গে তাদের থেকেই তেল ও গ্যাস কিনছে... লজ্জাজনক।' তিনি আরও বলেন, যুদ্ধ থামাতে যদি এখনই কোনও চুক্তি না করা হয়, সেক্ষেক্রে আমেরিকা রাশিয়ার উপর চড়া শুল্ক আরোপ করতে প্রস্তুত। তবে এর জন্য তাঁকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সমর্থন পেতে হবে বলে জানান ট্রাম্প।
(ছবি - স্ক্রিনগ্র্যাব)
জাতিসংঘ কেবল কঠোর চিঠি লেখে, অনুসরণ করে না: ট্রাম্প
এদিন রাষ্ট্র সংঘের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। UN এর মঞ্চে দাঁড়িয়েই, বলেন, রাষ্ট্র সংঘ তাদের সমস্ত ক্ষমতার সঠিক ব্যবহার করছে না। তিনি বলেন, 'বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তারা খালি লম্বা চওড়া চিঠি লেখে। তারপর নিজেরাই সেই নীতি অনুসরণ করে না। খালি কথা দিয়ে এই যুদ্ধ থামানো যাবে না।'
ট্রাম্প সরাসরি UN এর কাজ নিয়ে প্রশ্ন তোলেন। (ছবি- স্ক্রিনগ্র্যাব)
প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ট্রাম্প কী বললেন?
ট্রাম্পের দাবি, 'এখন সংঘাতে ইন্ধন জোগাতে, এই UN এরই কিছু লোক একতরফাভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।' তিনি বলেন, 'হামাসের সন্ত্রাসবাদীদের এ যেন তাদের নৃশংসতার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে।'