scorecardresearch
 

Ukraine Russia War Vacuum Bomb : শরীর হাওয়ায় মিশে যায়! ইউক্রেনে Vacuum বোমা ফেলছে রাশিয়া, কীরকম?

Vacuum Bomb : মানবাধিকার সংগঠনগুলির দাবি, রাশিয়া যে Cluster Bomb ব্যবহার করা হচ্ছে তা আসলে নিষিদ্ধ। সাধারণ নাগরিকদের হত্যার পরিকল্পনায় এই বোমা ফেলা হয়েছিল। এদিকে ইউক্রেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভার দাবি, মস্কো থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে। যা Vacuum Bomb নামে পরিচিত।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • রাশিয়া ইউক্রেনের উপর Vacuum Bomb ও  Cluster Bomb ফেলছে বলে অভিযোগ উঠছে
  • যা নিয়ে শুরু হয়েছে শোরগোল
  • কী এই বোমা, কীভাবে ক্ষতি করে ?

রাশিয়া ইউক্রেনের উপর Vacuum Bomb ও  Cluster Bomb ফেলছে বলে দাবি করেছে আমেরিকা-সহ একাধিক দেশ। ইউক্রেনও একই অভিযোগ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। 

মানবাধিকার সংগঠনগুলির দাবি, রাশিয়া যে Cluster Bomb ব্যবহার করা হচ্ছে তা আসলে নিষিদ্ধ। সাধারণ নাগরিকদের হত্যার পরিকল্পনায় এই বোমা ফেলা হয়েছিল। এদিকে ইউক্রেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভার দাবি, মস্কো থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে। যা Vacuum Bomb নামে পরিচিত।

আরও পড়ুন : মাত্র ৪০ বছর বয়সে ২৮ কেজি ওজন কমালেন গৃহবধূ, কীভাবে ?

ওকসানা মার্কারোভা বলেন, 'রাশিয়া ভ্যাকুম বোমা ব্যবহার করেছে। রাশিয়া ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা ভয়ঙ্কর।' যদিও ইউক্রেন বা আমেরিকা যে দাবি করছে তা নিয়ে রাশিয়া এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। এই নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকির বলেন, 'যদি এটি সত্য হয় তবে তা যুদ্ধাপরাধ হবে।' 

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কী এই Vacuum Bomb

থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমা খুবই মারাত্মক। আশপাশের বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে উচ্চতা ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ ঘটাতে পারে এই বোমা৷ আর এই বিস্ফোরণের প্রভাব থাকে অনেকক্ষণ। এমনকী মানবদেহকে বাস্পে পরিণত করার ক্ষমতাও রাখে Vacuum Bomb। বিশেষজ্ঞদের দাবি, আর পাঁচটা বোমার বিস্ফোরণের থেকে এর স্থায়ীত্ব বেশি থাকে। 

আরও পড়ুন : Ukraine Russia War Indian Students : 'এক টুকরো রুটি আছে আর, ঠান্ডায় কাঁপছি', ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রের আর্তনাদ

কতটা মারাত্মক ? 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, ক্লাস্টার  ও ভ্যাকুম বোমার ব্যবহার যুদ্ধাপরাধ। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক ডঃ মার্কাস হেলিয়ার দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ভ্যাকুম বোমা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা কোনও বিল্ডিং ধ্বংস করতে পারে।' 

Advertisement

 

Advertisement