Igor Kirillov: বড় ধাক্কা পুতিনের, বিস্ফোরণে ছিন্নভিন্ন রাশিয়ার পরমাণু বাহিনীর প্রধান

রিপোর্ট অনুযায়ী, ইগোর কিরিলভ নিজের বাড়ি থেকে বেরাচ্ছিলেন, তখনই তাঁর বাড়ি সংলগ্ন একটি পার্কে রাখা স্কুটারে তীব্র বিস্ফোরণ হয়। ছিন্নভিন্ন হয়ে যায় কিরিলভের দেহ। মৃত্যু হয়েছে তাঁর সহযোগীরও। এই শক্তিশালী বিস্ফোরণটি হয়েছে ক্রেমলিন অর্থাত্‍ প্রেসিডেন্টের বাসভবন থেকে মাত্র ৭ কিমি দূরে। 

Advertisement
বড় ধাক্কা পুতিনের, বিস্ফোরণে ছিন্নভিন্ন রাশিয়ার পরমাণু বাহিনীর প্রধানইগর কিরিলভ
হাইলাইটস
  • প্রেসিডেন্টের বাসভবন থেকে মাত্র ৭ কিমি দূরে
  • ইগোর নৃশংস ভাবে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করাচ্ছেন
  •  ইউক্রেনের টার্গেটেই ছিলেন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বড়সড় ধাক্কা খেল রাশিয়া। মস্কোয় শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হল রাশিয়ার পরমাণু প্রোগ্রামের প্রধান ইগোর কিরিলভের। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ কিরিলভ রাশিয়ার পরমাণু প্রকল্পের দায়িত্বে ছিলেন। কিরিলভের মৃত্যুর দায় স্বীকার করেছে ইউক্রেন সিকিউরিটি সার্ভিস। যার নির্যাস, যুদ্ধে বড় সাফল্য পেল ইউক্রেন।

প্রেসিডেন্টের বাসভবন থেকে মাত্র ৭ কিমি দূরে

রিপোর্ট অনুযায়ী, ইগোর কিরিলভ নিজের বাড়ি থেকে বেরাচ্ছিলেন, তখনই তাঁর বাড়ি সংলগ্ন একটি পার্কে রাখা স্কুটারে তীব্র বিস্ফোরণ হয়। ছিন্নভিন্ন হয়ে যায় কিরিলভের দেহ। মৃত্যু হয়েছে তাঁর সহযোগীরও। এই শক্তিশালী বিস্ফোরণটি হয়েছে ক্রেমলিন অর্থাত্‍ প্রেসিডেন্টের বাসভবন থেকে মাত্র ৭ কিমি দূরে। 

ইগোর নৃশংস ভাবে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করাচ্ছেন

বস্তুত, চলতি বছরেই অক্টোবরে ইগোরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটেন। ব্রিটেনের অভিযোগ ছিল, ইগোর নৃশংস ভাবে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মস্কোর এই বিস্ফোরণের ভিডিও। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, আশেপাশে একাধিক বাড়ি ভেঙে গিয়েছে। 

 ইউক্রেনের টার্গেটেই ছিলেন

সংবাদমাধ্যম CNN-এর খবর অনুযায়ী, কিরিলভ ছিলেন ইউক্রেনের তালিকায় অন্যতম যুদ্ধাপরাধী। ইউক্রেনের টার্গেটেই ছিলেন তিনি। ইউক্রেন সেনাকে বিকলাঙ্গ করে দিতে মারাত্মক রাসায়নিক অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এই ব্যক্তিই। ২০১৭ সালে রাশিয়ার পরমাণু ফোর্সের প্রধান নিযুক্ত হন কিরিলভ। তার আগে রেডিয়েশন, কেমিক্যাল ও জৈবিক অস্ত্রের মতো ডিপার্টমেন্টেরও প্রধান ছিলেন তিনি। 

POST A COMMENT
Advertisement