 নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র H-1B ভিসা প্রোগ্রামের অপব্যবহার নিয়ে উষ্মা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা ডোনাল্ড ট্রাম্প সরকারের। এই প্রোগ্রামের কারণে মার্কিন নাগরিকদের বদলে দেদার বিদেশি নিয়োগ করা হচ্ছে বলে দাবি আমেরিকার। আর সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে ভারতের নাম উল্লেখ করা হয়েছে।
এক্স হ্যান্ডলে মার্কিন শ্রম বিভাগের তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে, 'তরুণ আমেরিকানরা তাদের স্বপ্ন হারাচ্ছে। কারণ কোম্পানিগুলি ব্যাপক ভাবে H-1B ভিসার অপব্যবহার করছে। তাদের বদলে চাকরি দেওয়া হচ্ছে বিদেশিদের।' পোস্টটিতে আরও বলা হয়েছে, 'মার্কিন প্রেসিডেন্ট এবং শ্রম দফতরের সচিব লরি শ্যাভেজ ডি রোমারের নেতৃত্বে এই ভিসার অপব্যবহারকারী সংস্থাগুলির থেকে জবাবদিহি চাওয়া হবে। মার্কিন নাগরিকদের স্বপ্ন পুনরুদ্ধার করবই আমরা।'
এই মর্মে চলতি বছরের সেপ্টেম্বর মাসে 'প্রজেক্ট ফায়ারওয়াল' নামে একচি নয়া উদ্যোগের সূচনা করেছিল আমেরিকা। সেই কর্মসূচির লক্ষ্য, H-1B ভিসার যথাযথ ব্যবসার নিশ্চিত করা এবং বিশেষত প্রযুক্তি ও কৌশলগত ক্ষেত্রে বিদেশিদের দ্বারা মার্কিন নাগরিকদের প্রতিস্থাপন ঠেকানো।
মার্কিন স্বপ্ন পুনরুদ্ধার
৫১ সেকেন্ডের একটি ভিডিও বিজ্ঞাপনে ১৯৫০-এর 'আমেরিকান ড্রিম'-এর ফুটেজ দেখানো হয়েছে। আমেরিকার বাড়ি, কারখানার দৃশ্য, সুখী পরিবারের সঙ্গে আধুনিক পরিসংখ্যান মিলিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে। সঙ্গে এ-ও দাবি করা হয়েছে, H-1B ভিসার ৭২ শতাংশ অনুমোদন ভারতের নাগরিকদের দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও শ্রম দফতরের সচিব লরি শ্যাভেজ ডি রোমার এবার থেকে মার্কিনিদের নিয়োগে আগ্রধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন, এ-ও স্পষ্ট ভাবে জানানো হয়েছে। 
ভিডিওটিতে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, 'প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকানদের বলা হয়েছে, কঠোর পরিশ্রম করলে তারা স্বপ্নপূরণ করতে পারবেন। কিন্তু বহু তরুণ আমেরিকান তাদের সেই স্বপ্ন হারিয়েছে। তাদের চাকরি বিদেশিদের দিয়ে দেওয়া হয়েছে। কারণ রাজনীতিবিদ ও আমলারা সংস্থাগুলিকে H-1B ভিসার অপব্যবহারের সুযোগ দিয়েছে। কিন্তু এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তরুণ আমেরিকানদের জন্য নয়া সুযোগ নিয়েএসেছেন।'
ভিডিওটির একদম শেষ পর্যায়ে তুলে ধরা একটি স্লোগানে বলা হয়েছে, 'প্রজেক্ট ফায়ারওয়ালের মাধ্যমে আমরা সংস্থাগুলির দ্বারা H-1B ভিসার অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমেরিকানদের নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার নিশ্চিত করছি। আমেরিকার জনগণের জন্য আমরা আমেরিকান ড্রিম পুনরুদ্ধার করব।'
তাৎপর্য
মার্কিন প্রশাসনের এই বিজ্ঞাপনটি ইঙ্গিত দিচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় 'আমেরিকা ফার্স্ট' কর্মসূচি পুনরুজ্জীবিত করা হচ্ছে। যেখানে দেশীয় নিয়োগ, ভিসা পরীক্ষা এবং জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, 'প্রজেক্ট ফায়ারওয়াল'-এর আওতায় এমন অনেক সংস্থার উপর ব্যাপক অডিট চালানো হবে যাদের বিরুদ্ধে H-1B ভিসা ব্যবহার করে মজুরি কমানো বা আমেরিকানদের বঞ্চিত করার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের অনুমান, এর জেরে চাকরি খোয়াতে পারেন একাধিক প্রবাসী ভারতীয়।