Donald Trump Gold Card: ৪৩ কোটি টাকা দাও, আমেরিকার নাগরিকত্ব নাও, ট্রাম্প আনছে 'গোল্ড কার্ড' স্কিম

American Citizenship: হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানালেন পুরো প্ল্যান। ঘোষণা করলেন, শীঘ্রই তাঁর সরকার গোল্ড কার্ড আনছে। এই কার্ডের দাম হবে ৫ মিলিয়ন মার্কিন ডলার।

Advertisement
৪৩ কোটি টাকা দাও, আমেরিকার নাগরিকত্ব নাও, ট্রাম্প আনছে 'গোল্ড কার্ড' স্কিমমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-- ফাইল ছবি
হাইলাইটস
  • এই কার্ডের দাম হবে ৫ মিলিয়ন মার্কিন ডলার
  • সংসদের অনুমোদনেরও প্রয়োজন নেই
  • গোল্ড কার্ড আসলে এক ধরনের গ্রিন কার্ড

আবার একটি চমকে দেওয়া সিদ্ধান্ত। গোটা বিশ্বের নজরে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোজই নতুন নতুন সিদ্ধান্ত ঘোষণা করে চলেছেন। রাশিয়াকে সমর্থন করে বদলে ফেলছেন আমেরিকার বিদেশনীতিও। এসবের মধ্যেই আরও একটি ধামাকা। আমেরিকার নাগরিক হতে আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। ট্রাম্প প্রশাসন আনছে 'গোল্ড কার্ড'। এই কার্ডের নির্যাস হল ৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা) দিলেই আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে। গোল্ড কার্ড পেয়ে গেলেই সংশ্লিষ্ট ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবেন।

এই কার্ডের দাম হবে ৫ মিলিয়ন মার্কিন ডলার

হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানালেন পুরো প্ল্যান। ঘোষণা করলেন, শীঘ্রই তাঁর সরকার গোল্ড কার্ড আনছে। এই কার্ডের দাম হবে ৫ মিলিয়ন মার্কিন ডলার। এই কার্ড থাকলে আমেরিকার পাকাপাকি নাগরিকত্ব। এই কার্ডে গ্রিন কার্ডের মতোই সব সুবিধা মিলবে, পাশাপাশি আরও কিছু বাড়তি ফায়দাও দেওয়া হবে গোল্ড কার্ড হোল্ডারকে।

ডোনাল্ড ট্রাম্পের গোল্ড কার্ডের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ডোনাল্ড ট্রাম্পের গোল্ড কার্ডের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সংসদের অনুমোদনেরও প্রয়োজন নেই

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই পরিকল্পনাটি আগামী দুই সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে এবং এর জন্য সংসদের অনুমোদনেরও প্রয়োজন নেই। এই সময় যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, রাশিয়ার ধনী কোটিপতিরাও কি এই গোল্ড কার্ডের মাধ্যমে আমেরিকান নাগরিকত্ব পেতে পারেন? ট্রাম্পের জবাব, 'আমি কিছু রাশিয়ান বিলিয়নেয়ারকে চিনি যাঁরা খুব ভাল। আমার মনে হয়, তাঁরা গোল্ড কার্ড পেতে পারেন। ট্রাম্প এটি তাঁকে ধনী এবং সফল করে তুলবে। কিন্তু তাঁদের প্রচুর টাকা খরচ করতে হবে এবং প্রচুর করও দিতে হবে। এই পরিকল্পনা খুবই সফল হবে।'

নতুন সোনার কার্ডটি পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ ৫০ লক্ষ ডলারে পাওয়া যাবে। এই পরিমাণ ভারতীয় টাকায় প্রায় ৪৩ কোটি টাকা।

এই সোনার কার্ডটি EB-5 এর স্থলাভিষিক্ত হবে

ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, গোল্ড কার্ড আসলে এক ধরনের গ্রিন কার্ড হবে। ট্রাম্পের এই নতুন 'গোল্ড কার্ড' স্কিমটি বিদ্যমান EB-5 স্কিমকে প্রতিস্থাপন করতে চলেছে। এর মাধ্যমে, বিদেশি বিনিয়োগকারীরা আমেরিকান ব্যবসায় বিনিয়োগ করে গ্রিন কার্ড পেতে সক্ষম হবেন। তিনি বলেন, 'গোল্ড কার্ড' থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারের কাছে যেতে পারে। EB-5 প্রোগ্রামটি শেষ করব। আমরা এটি ট্রাম্প গোল্ড কার্ড দিয়ে প্রতিস্থাপন করব। এই সোনার কার্ডটি পাঁচ মিলিয়ন ডলার দিয়ে পাওয়া যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement