রাশিয়াকে লক্ষ্য করে দু'টি পারমাণু বোমা বহনকারী সাবমেরিন প্রস্তুত রেখেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। একথা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি এবার সরাসরি সংঘাতে জড়াতে চলেছে আমেরিকা-রাশিয়া?
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান তথা প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল যুদ্ধ চলছে ট্রাম্পের। এর শুরুটা হয়েছিল ভারতকে নিয়েই। রাশিয়ার থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতীয় রফতানি পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প। ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলেও মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। পাল্টা কড়া বার্তা দিয়েছেন ভেদভেদেভ। তিনি বলেন, ‘যাদের ডেড বলছেন, তাদের বিপদকে উপেক্ষা করবেন না।’ আবার প্রাক্তন রুশ প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এই কথা খুবই গুরুত্বপূর্ণ এবং অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে, আমি আশা করি এটি সেই উদাহরণগুলির মধ্যে একটি হবে না।’
এরপরই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, 'প্রাক্তন রুশ প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এই কথা খুবই গুরুত্বপূর্ণ এবং অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে, আমি আশা করি এটি সেই উদাহরণগুলির মধ্যে একটি হবে না।’ আমেরিকার প্রেসিডেন্টের এই পদক্ষেপ ঘিরে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে বিশ্বে।
জানা গিয়েছে, পাকিস্তানের সবচেয়ে বড় রিফাইনিং কোম্পানি অক্টোবর মাসে আমেরিকা থেকে ১০ লক্ষ ব্যারেল কাঁচা তেল আমদানি করবে। এই প্রথমবার তারা সরাসরি আমেরিকা থেকে তেল আনছে। আমেরিকার কোম্পানি ‘ভিটল’-এর সঙ্গে এই চুক্তি করেছে তারা। ঠিক একদিন পরই ট্রাম্প ভারতকে উদ্দেশ্য করে বলেন, 'হতে পারে ভারত ভবিষ্যতে পাকিস্তান থেকে তেল কিনবে।'