ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তাকিয়ে রয়েছে সারা দুনিয়া। ভারতও ব্যতিক্রম নয়। এ দেশেও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চর্চা তুঙ্গে। ভারতীয় বংশোদ্ভূত হ্যারিসকে অনেকেই চান। আবার অনেকের পছন্দ ট্রাম্প। আমেরিকায় আজ ভোটগ্রহণ। তাকিয়ে রয়েছে ভারতও। ভোট শেষ হলেই শুরু হবে গণনা। ভারতীয় সময় অনুযায়ী কখন জানা যাবে ভোটের ফল, জেনে নিন...
কখন ভোট শুরু?
আমেরিকায় আজ স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভারতীয় সময় অনুযায়ী, আজ বিকেল সাড়ে ৪টা থেকে শুরু ভোটগ্রহণ। চলবে ৬ নভেম্বর সকাল সাড়ে ৬টা পর্যন্ত।
কখন এগজিট পোল?
ভোটের ফল আগাম আভাস দেয় এগজিট পোল। তবে সবসময় এগজিট পোলের রায় মেলে না। আমেরিকার সময় অনুযায়ী আজ বিকেল ৫টা থেকে এগজিট পোল জানা যাবে। চলবে ৬ নভেম্বর ভোর সাড়ে ৩টে পর্যন্ত।
কখন শুরু ভোটগণনা?
আমেরিকার সব প্রদেশে ভোটগ্রহণ শেষ হলেই গণনা শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ ভোটগ্রহণ শেষ হবে। তারপরেই গণনা শুরু হয়ে যাবে। ভারতী সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যার মধ্যে ভোটের ফল মোটামুটি ভাবে স্পষ্ট হয়ে যাবে।
অন্য দিকে, ভোটের ঠিক আগেই ভোটের ফল নিয়ে আন্দাজ পাওয়া গেল। না, কোনও সমীক্ষা নয়। ভোটের ফলের পূর্বাভাস দিল এক ছোট্ট জলহস্তী। তার নাম মু ডেং। থাইল্যান্ডের ভাইরাল হিপ্পো নামেই পরিচিত সে। লোকে বলে, তার পূর্বাভাস না কি সত্যি হয়। কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প, কার জিৎ হবে, এই নিয়ে ওই ছোট্ট জলহস্তীর সঙ্গে এক মজার খেলা খেললেন চিড়িয়াখানার কর্মীরা। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।
থাইল্যান্ডের একটি চিড়িয়াখানায় রাখা রয়েছে ওই জলহস্তী। জলহস্তীর ডেরায় দু'টি ফ্রুট কেক রাখা রয়েছে। একটি কেকে ট্রাম্পের নাম লেখা রয়েছে। আর একটি কেকে কমলার নাম লেখা রয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রাম্প লেখা কেকটি খেল ওই জলহস্তী। আর তার সঙ্গে থাকা একটি বড় জলহস্তী খেল কমলার নাম লেখা কেক। ভাইরাল জলহস্তী যেহেতু ট্রাম্প লেখা কেক খেল, ফলে পূর্বাভাস যে, ট্রাম্পই জিততে চলেছেন। তবে শেষমেশ, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে কে বাজিমাৎ করেন, তার জন্য অপেক্ষা করতে হবে।