Big Beautiful Bill: 'বড় ও সুন্দর বিল' পাশ আমেরিকায়, এটা আবার কী? মাস্কের নয়া দল ঘোষণার সম্ভাবনা জোরাল

ডোনাল্ড ট্রাম্পের সাধের 'বিগ বিউটিফুল বিল' পাশ হয়ে গেল আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে। এবার কেবলমাত্র মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষা। তাহলেই আইনে পরিণত হবে বিলটি।

Advertisement
 'বড় ও সুন্দর বিল' পাশ আমেরিকায়, এটা আবার কী? মাস্কের নয়া দল ঘোষণার সম্ভাবনা জোরাল
হাইলাইটস
  • 'বিগ বিউটিফুল বিল' পাশ হয়ে গেল আমেরিকার আইনসভায়
  • মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষা
  • শুক্রবারই আইনে পরিণত হবে ট্রাম্পের সাধের বিল

বৃহস্পতিবার আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে পাশ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের 'বিগ বিউটিফুল বিল'। মার্কিন সময় অনুযায়ী, শুক্রবার ভোর ৫টায় এই বিলে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরেই এই বিলটি আইনে পরিণত হবে।

বিল পাশ

সেনেটে বিলটি আগেই অনুমোদন পেয়েছিল। বৃহস্পতিবারও সামান্য ভোটের ব্যবধানে বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হয়। বিলের পক্ষে ভোট পড়ে ২১৮টি, আর বিপক্ষে ২১৪টি। গোড়া থেকেই কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত এই বিলটি নিয়ে আপত্তি ছিল ডেমোক্রেটিক পার্টির। তীব্র বিরোধিতা করেছেন ট্রাম্পের একদা 'পরম বন্ধু' ইলন মাস্কও। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এই বিল পাশ হলে তিনি পৃথক রাজনৈতিক দল গড়বেন। তবে ভোটের ফল বলছে, চার ভোটের ব্যবধানে বিলটি সংখ্যাগরিষ্ঠের সমর্থন আদায় করেছে। কারণ অবশ্য বর্তমানে মার্কিন আইনসভার দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের দল।

কী প্রতিক্রিয়া ট্রাম্পের?

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প বলেন, 'সবচেয়ে বড় বিলে সই করতে চলেছি। এটা দেশকে রকেট গতির উন্নতিতে পৌঁছে দেবে। দারুণ ব্যাপার হতে চলেছে।' হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রায় ৯০০ পাতার বিলটি ইতিমধ্যেই প্রেসিডেন্টের দফতরে পৌঁছে গিয়েছে। কেবল মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষা। ঘটনাচক্রে, শুক্রবারই আমেরিকার স্বাধীনতা দিবস। ফলে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে দিনটিকে। 

কী কী মিলবে আইনে?

বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। তা ছাড়া এই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সহজ হয়ে যাবে। ফলে ইতিমধ্যেই ওই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে আমেরিকা জুড়ে। 

বিরোধিতা

নতুন অর্থবিলটিকে বরাবর ‘বড় এবং সুন্দর বিল’ বলেই ব্যাখ্যা করে এসেছেন ট্রাম্প। পাল্টা ইলন মাস্কের বক্তব্য, 'বিলটি আমেরিকায় লক্ষ লক্ষ কর্মসংস্থান ধ্বংস করে দেবে। এটা উন্মাদ এবং ধ্বংসাত্মক।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement