ভেনেজুয়েলায় মার্কিন বিমান হানায় ৪০ জনের মৃত্যু, আমেরিকার হতাহতের খবর নেই

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর এয়ারস্ট্রাইকে বেসামরিক নাগরিক ও সেনাসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে, এমনটাই দাবি করল দ্য নিউ ইয়র্ক টাইমস।

Advertisement
ভেনেজুয়েলায় মার্কিন বিমান হানায় ৪০ জনের মৃত্যু, আমেরিকার হতাহতের খবর নেইভেনেজুয়েলায় ৪০ জনের মৃত্যুর দাবি
হাইলাইটস
  • মার্কিন বাহিনীর এয়ারস্ট্রাইকে বেসামরিক নাগরিক ও সেনাসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।
  • ভেনেজুয়েলার ঊর্ধ্বতন আধিকারিকের বক্তব্য উল্লেখ করে রিপোর্টে এই দাবি করা হয়েছে।
  • ট্রাম্পের দাবি, এই অভিযানে কিছু মার্কিন সেনা আহত হলেও কারও মৃত্যু হয়নি।

শনিবার ভোরে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর এয়ারস্ট্রাইকে বেসামরিক নাগরিক ও সেনাসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে, এমনটাই দাবি করল দ্য নিউ ইয়র্ক টাইমস। এক ভেনেজুয়েলার ঊর্ধ্বতন আধিকারিকের বক্তব্য উল্লেখ করে রিপোর্টে এই দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিকের বক্তব্য উল্লেখ করে মার্কিনি সংবাদপত্রের রিপোর্টে লেখা হয়েছে, "এই হামলার জেরে সাধারণ নাগরিক ও সেনাসহ কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে।"

গত ৩ জানুয়ারি রাতভর ভেনেজুয়েলার একাধিক শহরে এয়ারস্ট্রাইক করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে মার্কিন সেনা। তাঁদেরকে পাকড়াও করে নিউইয়র্কে এনে পরে গ্রেপ্তার করা হয়। এই অভিযান চলাকালীনই ৪০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। অন্যদিকে, অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমেরিকাই এই আক্রমণের পিছনে রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসার কথাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

মাদুরোকে নিজেদের হেফাজতে রেখে ট্রাম্প জানিয়েছেন, আপাতত ওয়াশিংটন অস্থায়ীভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ট্রাম্পের দাবি, "যতক্ষণ না নিরাপদ ও সঠিক হাতে ন্যায়সঙ্গত ভাবে ভেনেজুয়েলাকে তুলে দিতে পারছি, ততক্ষণ এই দেশকে আমরা নিয়ন্ত্রণ করব।"

এদিকে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে একটি বিমান শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে পৌঁছায়। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা আনা হতে পারে।

কী ভাবে হামলা চালিয়েছিল আমেরিকা?

মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই অভিযান শুধু সামরিক সাফল্য নয়, কৌশলগত দিক থেকেও আমেরিকার আধিপত্য প্রমাণ করেছে। মার্কিন বাহিনী স্টিলের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকে। একটি হেলিকপ্টার গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও কোনও বিমান ভেঙে পড়েনি। মাদুরো একটি কড়া নিরাপত্তা ঘেরা দুর্গে লুকিয়ে ছিলেন, স্টিলের দরজা ও পালানোর নিরাপদ পথ থাকা সত্ত্বেও তাঁকে ঘিরে ফেলে গ্রেফতার করে মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি,  এই অভিযানে কিছু মার্কিন সেনা আহত হলেও কারও মৃত্যু হয়নি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement