জার্মানির পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল নিউ অর্লিন্সে ভিড়ের মধ্যে তীব্র গতিতে ঢুকে পড়ল ট্রাক। তারপর ট্রাক থেকে নেমে এলোপাথাড়ি গুলি ছোড়ে সে। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩০ জনেরও বেশি। ভোর ৩টে ১৫ মিনিটে নাগাদ বার্বোন স্ট্রিট এবং ইবারভাইলের মাঝে ঘটনাটি ঘটেছে। নাইট পার্টির জন্য ওই জায়গাটি খ্যাত। বর্ষবরণের উদযাপনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কেন এই হামলা চালানো হল, তা প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়নি।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তীব্র গতিতে একটি ট্রাক ঢুকে পড়ে। তারপর আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করে ট্রাক চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গুলির লড়াইও চলেছে ওই আততায়ীর। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
নিউ অর্লিন্সে জরুরি অবস্থা
আততায়ী হামলার পর গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করেছে প্রশাসন। নেটমাধ্যমে ভাইরাল ভিডিও এবং ছবি থেকে দেখা গিয়েছে, গোটা এলাকায় পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সে ছয়লাপ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ওই আততায়ীর বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত প্রশাসনের তরফে জানানো হয়নি। আপাতত লোকজনকে না আসতে অনুরোধ করা হয়েছে।
নববর্ষ উদযাপন করতে হাজার হাজার মানুষ বার্বোন স্ট্রিটে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই জেনেবুঝে হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। পুলিশ সুপারিনটেনডেন্ট অ্যানি কির্কপ্যাট্রিক জানান,'হামলা চালিয়ে মানুষকে খুন করার উদ্দেশ্যেই এসেছিল ওই অভিযুক্ত ট্রাক চালক। ওই জায়গায় প্রায় ৩০০ জন জড়ো হয়েছিলেন। ইচ্ছাকৃতভাবেই হামলা চালানো হয়েছে'। ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এফবিআই।
ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। আতঙ্কের রেশ গোটা এলাকায়। আশেপাশে লোকেরা নিজেদের ঘরবন্দি করে নিয়েছেন।