US plane: মার্কিন বিমান-চপার দুর্ঘটনায় সকলেরই মৃত্যু, ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাথলিটরাও

মাঝ আকাশে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী সেই বিমান ভেঙে পড়ে পটোম্যাক নদীতে। এই ঘটনায় ৬৭ জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর, রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দর বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। 

Advertisement
 মার্কিন বিমান-চপার দুর্ঘটনায় সকলেরই মৃত্যু, ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাথলিটরাও
হাইলাইটস
  • মাঝ আকাশে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সংঘর্ষ হয়েছে।
  • যাত্রীবাহী সেই বিমান ভেঙে পড়ে পটোম্যাক নদীতে।

মাঝ আকাশে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী সেই বিমান ভেঙে পড়ে পটোম্যাক নদীতে। এই ঘটনায় ৬৭ জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর, রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দর বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। 

যাত্রীদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে ইতিমধ্যেই ডুবুরি নামানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইনসের ৫৩৪২ নম্বর বিমানটি। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই বিপর্যয় ঘটেছে। 

এটি আমেরিকার ইতিহাসে অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি, তবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত শুরু করেছে। এছাড়া, দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন বিশ্ব চ্যাম্পিয়ন ফিগার স্কেটারও ছিলেন, যা ক্রীড়া জগতে শোকের সৃষ্টি করেছে। 

এই ঘটনায় সেনাবাহিনীর চপারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, পরিস্থিতি এড়ানো সম্ভব হত যদি চপারটি নিজের দিক পরিবর্তন করে নিত। কেন এমন করা হল না, কেন এয়ার ট্রাফিক কন্ট্রোল চপারটিকে বিমানের দিকে যেতেই নির্দেশ দিল, এই নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আরও বক্তব্য, আকাশ পরিষ্কার ছিল। বিমানের আলো অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। তাহলে কেন সেনার ওই চপারটি অন্য কোনও দিকে সরে গেল না? 
 

 

POST A COMMENT
Advertisement