scorecardresearch
 

এবার কোভিড-১৯ পজিটিভ ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া

বৃহস্পতিবারই হোয়াইট হাউজে ট্রাম্পের ঘনিষ্ট উপদেষ্টা হোপ হিকসের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভি আসে। তারপরই নিজেদের কোয়ারেনটিনে নিয়ে নেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সেই সঙ্গে করোনা পরীক্ষাও করিয়ে নেন। রাতেই তাদের রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement
ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া
হাইলাইটস
  • করোনায় আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • হোয়াইট হাউজে ট্রাম্পের ঘনিষ্ট উপদেষ্টা হোপ হিকসের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভি আসে।
  • আক্রান্ত ৭২ লক্ষের বেশি মানুষ।

দিল্লি, ২ অক্টোবর : এবার করোনায় আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের রিপোর্ট পজিটিভি এসেছে। টুইট করে নিজেই একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চিকিত্সা প্রক্রিয়া শুরু করার পাশাপাশি, নিজেদের কোয়ারেনটিনে রেখেছেন ট্রাম্প দম্পতি। 

বৃহস্পতিবারই হোয়াইট হাউজে ট্রাম্পের ঘনিষ্ট উপদেষ্টা হোপ হিকসের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভি আসে। তারপরই নিজেদের কোয়ারেনটিনে নিয়ে নেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সেই সঙ্গে করোনা পরীক্ষাও করিয়ে নেন। রাতেই তাদের রিপোর্ট পজিটিভ আসে। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গত কয়েকদিন ধরেই হিকসকে সঙ্গে নিয়ে প্রচারে নেমেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্প দম্পতির তাঁর সংস্পর্শে এসেই কোভিড পজিটিভ হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। 

করোনায় আক্রান্ত ও মৃতের নিরিখে এখনও তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ৭২ লক্ষের বেশি মানুষ। 

এদিন মার্কিন প্রেসিডেন্ট টুইট করেন, "আমরা সকলেই এই লড়াইয়ে সামিল রয়েছি। সফল হবই।"

Advertisement