প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে একাধিক দুর্দান্ত চুক্তি। তার মধ্যে অন্যতম ২৬/১১ মুম্বই হামলায় দোষী কুখ্যাত জঙ্গিনেতা তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোদীর সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা করে দিলেন ট্রাম্প। যার নির্যাস, ২০০৮ সালের মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ সেই জঙ্গি হামলার আরেক অভিযুক্তকে শাস্তি দেবে ভারত।
তাহাউর রানা আপাতত লস অ্যাঞ্জেলসে জেলবন্দি
ডোনাল্ড ট্রাম্পের কথায়, 'আমার প্রশাসন একজন কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তিতে অনুমোদন দিয়ে দিয়েছেন। বিশ্বের একজন শয়তান, যে ২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটিয়েছিল, ভারতে এবার বিচারের মুখোমুখি হবে।' রানাকে প্রত্যর্পণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার আবেদন করছিল ভারত। তাহাউর রানা আপাতত লস অ্যাঞ্জেলসে জেলবন্দি।
রানা এবার ভারতের হাতে আসছে
মুম্বই হামলার আরেক পাণ্ডা কানাডার নাগরিক পাক-আমেরিকান জঙ্গিনেতা ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানিকে সঙ্গ দিয়ে হামলার ছক তৈরি করেছিল রানা। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য দুজনেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বিশ্বের কট্টর ইসলামি সন্ত্রাস ঠেকাতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়াই করবে।' সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দেয়। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়। এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। গত বছরের ১৩ নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ গত ২১ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়।
Recognizing a shared desire to bring to justice those who would harm our citizens, the U.S. announced that the extradition to India of Tahawwur Rana has been approved. The leaders further called on Pakistan to expeditiously bring to justice the perpetrators of the 26/11 Mumbai,…
— ANI (@ANI) February 14, 2025
২০০৮ সালে মুম্বই হামলায় মৃত্যু-মিছিল
তাহাউর রানা একজন পাকিস্তানি ব্যবসায়ী, মুম্বই হামলার অন্যতম চক্রী। পাক গুপ্তচর সংস্থা ISI-এর ঘনিষ্ঠ। ২০০৮ সালে ওই জঙ্গি হামলায় ১৬৪ জন প্রাণ হারিয়েছিলেন। তাজ হোটেলে জঙ্গিরা ঢুকে একের পর এক হত্যা করেছিল।