ট্রাম্পকে 'স্যর' বলেন মোদী? মার্কিন প্রেসিডেন্টের নয়া দাবি VIRAL

এবার আরও আজব দাবি ট্রাম্পের। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ট্রাম্পকে 'স্যর' বলে ডেকে সম্বোধন করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
ট্রাম্পকে 'স্যর' বলেন মোদী? মার্কিন প্রেসিডেন্টের নয়া দাবি VIRALমার্কিন প্রেসিডেন্টের দাবিতে শোরগোল
হাইলাইটস
  • ফের একবার PM নরেন্দ্র মোদীকে নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • এবার আরও আজব দাবি ট্রাম্পের।
  • মোদী নাকি ট্রাম্পকে 'স্যর' বলে ডেকে সম্বোধন করেছেন?

ফের একবার PM নরেন্দ্র মোদীকে নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরও আজব দাবি ট্রাম্পের। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ট্রাম্পকে 'স্যর' বলে ডেকে সম্বোধন করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, "ভারত অ্য়াপাচি হেলিকপ্টার অর্ডার করেছিল। কিন্তু ৫ বছর ধরেও তারা সেই হেলিকপ্টার হাতে পাচ্ছিল না। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে দেখা করতে আসেন। বলেন, স্যর, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?" এর সঙ্গেই ট্রাম্পের সংযোজন মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল।

যদিও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ভারতের উপর মোটেই খুশি নন, তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, নরেন্দ্র মোদী আবার শুল্ক নিয়ে তার উপর অখুশি। তিনি বলেন, "মোদী শুল্ক নিয়ে আমার উপর খুব খুশি নন। আপনারা জানেন, এখন ভারত অনেক টাকা শুল্ক দিচ্ছে। এর কারণ তারা তেলের বিষয়টি নিয়ে সবকিছু ঠিক করছে না।" যদিও ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিয়েছে।

অন্যদিকে, মার্কিন অর্থনীতিতে শুল্কের প্রভাব তুলে ধরে ট্রাম্প বলেন, “শুল্কের কারণে আমরা ধনী হচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন।”

অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে কী বললেন ট্রাম্প?

পাশাপাশি ট্রাম্প অ্যাপাচি হেলিকপ্টার নিয়েও মুখ খুলেছেন। তিনি জানান, "ভারত বেশ কয়েক বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। বিষয়টি অনেকদিন ধরে আটকে রয়েছে। আমরা এবার বিষয়টা দেখছি।" নয়াদিল্লি ৬৮টি অ্যাপাচি অর্ডার দিয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও  এ প্রসঙ্গে আর কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

POST A COMMENT
Advertisement