মোদীর তারিফ করলেন ট্রাম্প।আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বন্ধু' সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে প্রশংসা! ভারত-মার্কিন বাণিজ্য জট শীঘ্রই কাটতে চলেছে বলেও ইঙ্গিত দিলেন।
সুইৎজারল্যান্ডের দাভোসে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন,'আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি সম্মান করি। উনি একজন অসাধারণ ব্যক্তি। আমার বন্ধু। আমরা একটা দুর্দান্ত বাণিজ্য চুক্তি করতে চলেছি'।
বলে রাখি, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ভারতীয় পণ্যের উপর চড়া শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর অগাস্টে ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়। প্রথমে ২৫ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, এই যুক্তি দেখিয়ে আরও ২৫ শতাংশ শুল্ক চাপান।
গত সপ্তাহে ভারত সরকার জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে আলোচনায় বসার পর থেকে দুই দেশ বেশ কয়েকবার চুক্তির কাছাকাছি পৌঁছয়। এর আগে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পরসার্জিও গোর বলেছিলেন, দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।
এর আগে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ওই আলোচনায় বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছিল। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি করার লক্ষ্য ঠিক করেছে। বাণিজ্য-অসাম্য কমাতে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি।