ফের ট্যারিফ নিয়ে ভারতকে দোষারোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতকে বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশ বলে দাগিয়ে দেন তিনি। যদিও এর আগেও তিনি একাধিকবার ভারতের আমেরিকার ওপর অত্যধিক শুল্ক চাপানোর কথা বলেছিলেন।
বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত শুল্ক চাপিয়ে আমেরিকাকে হত্যা করছে। তারপর আমেরিকাকে ট্যারিফ ছাড়ের প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার দ্য স্কট জেনিংস রেডিও শো-তে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "ওরা আমাদের ওপর শুল্ক আরোপ করেছে। চিন, ভারত, ব্রাজিল এরা শুল্ক আরোপ করে আমাদের অর্থনীতির হত্যা করেছে।"
ট্রাম্প আরও বলেন, তিনি অন্যান্য দেশের তুলনায় শুল্ক সম্পর্কে ভালো বোঝেন। বলেন, "আমি বিশ্বের যেকোনও মানুষের চেয়ে শুল্ক সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। ভারত ছিল সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশ... এমনকি ভারতে আরও কোনও শুল্ক না রাখার অফার করছে।"
ভারতের এই প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, "যদি আমাদের উপর শুল্ক না থাকত, তাহলে তারা কখনই এই প্রস্তাব দিত না। তাই আমাদেরও শুল্ক আরোপ করতে হয়েছে। আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব।"
ফেডারেল আপিল আদালতের রায় প্রসঙ্গেও মুখ খোলেন ট্রাম্প। বলেন, আদালতের মামলাটি অন্যান্য দেশ দ্বারা স্পনসর করা হয়েছে কারণ তারা আমাদের সুযোগ নিচ্ছে...তারা আর সুবিধা নিতে পারবে না।
প্রসঙ্গত, ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। রাশিয়া থেকে তেল কেনার জন্য ২৫ শতাংশও রয়েছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ককে "অযৌক্তিক" বলে অভিহিত করেছে। কেন্দ্র বলে, যেকোনও বৃহৎ অর্থনীতির মতো, তারা তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।