রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ইউক্রেনকে দেওয়া হবে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যর্থ শান্তি আলোচনার পর এই ঘোষণা করলেন ট্রাম্প।
তিনি জানান, ইউক্রেনের প্রয়োজনীয় সুরক্ষার কথা ভেবে তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন, এর খরচ ইউক্রেনকেই বহন করতে হবে। কিয়েভকে আরও উন্নত অস্ত্র দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যা রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে সক্ষম। এই প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ট্রাম্প কটাক্ষ করে বলেন, 'তিনি খুব ভালো ভালো কথা বলেন, তারপর রাতে এসে বোমা মারেন। এমন নেতাকে আমি বিশ্বাস করতে পারি না।'
রবিবার মার্কিন কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দিতে একটি দ্বিদলীয় বিল পেশ হয়েছে, যা চিন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলিকে প্রভাবিত করতে পারে, যদি তারা রাশিয়াকে সাহায্য করে।
রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, 'এটা ট্রাম্পের জন্য এক হাতুড়ি, যার মাধ্যমে পুতিনের যুদ্ধযন্ত্রকে সমর্থন করা সব দেশের উপর চাপ প্রয়োগ করা যাবে।'