৪ বছর পর বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে ট্রাম্প, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু

ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন। মার্কিন নির্বাচনে রিপাবলিকান নেতা দুর্দান্ত জয় পেয়েছেন।

Advertisement
৪ বছর পর বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে ট্রাম্প, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু৪ বছর পর বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে ট্রাম্প, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু
হাইলাইটস
  • আজ বৈঠকের শুরুতে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন
  • ক্ষমতার একটি মসৃণ এবং শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করবেন বলে ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন বাইডেন

ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন। মার্কিন নির্বাচনে রিপাবলিকান নেতা দুর্দান্ত জয় পেয়েছেন। ২০২০ সালে হারের পর এই প্রথমবার হোয়াইট হাউসে এলেন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে হেরে গিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। এছাড়াও তিনি নিজের পরাজয় মেনে নেননি। ঐতিহ্য মেনে বাইডেনকে ক্ষমতা হস্তান্তরও করেননি।

আজ বৈঠকের শুরুতে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। তিনি ক্ষমতার একটি মসৃণ এবং শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করবেন বলে ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন বাইডেন। তিনি বলেন,'আপনাকে স্থান দেওয়া নিশ্চিত করার জন্য যা করার সেটাই করব।' এর জবাবে ট্রাম্প বলেছিলেন, এটি যতটা সম্ভব মসৃণ হবে।'

এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর বাইডেনের সিদ্ধান্ত সম্পর্কে বলেছিলেন, 'প্রেসিডেন্ট শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করেন। তিনি নিয়মে বিশ্বাস করেন, তিনি আমাদের প্রতিষ্ঠানে বিশ্বাস করেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করেন।'

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ৩১২টি ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা সহ সাতটি সুইং স্টেটের সবকটিতেই জয়লাভ করেন ট্রাম্প। ২০১৬ সালে প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট পদে আবার বসবেন ট্রাম্প।

POST A COMMENT
Advertisement