বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক আধিকারিক সূত্রে খবর, অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত হচ্ছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সত্যিই শান্তি চান, ততদিন পর্যন্ত এই সামরিক সাহায্য দেওয়া হবে না বলে সিদ্ধান্ত।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের প্রভাব যথেষ্ট বড় হতে পারে। এক বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও গোলাবারুদের সাহায্য পেত ইউক্রেন।এই সিদ্ধান্তের ফলে সেটা আপাতত বন্ধ হয়ে যাবে। হোয়াইট হাউসের ওই আধিকারিক আরও জানিয়েছেন, সামরিক সাহায্য বন্ধ রেখেই এই বিষয়ে পর্যালোচনা চলছে। ট্রাম্প ও জেলেনস্কির সাম্প্রতিক বৈঠকে বেশ কথা কাটাকাটি হয়। এই সিদ্ধান্তকে তারই ফল বলে মনে করা হচ্ছে।
জেলেনস্কির মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প
সম্প্রতি ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে না। আর এই মন্তব্যেই আরও চটেছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করে বলেছেন, 'এই ধরনের কথাবার্তা মোটেও ভাল নয়। আমেরিকা এটা খুব বেশিদিন সহ্য করবে না। আমি আগেই বলেছিলাম, এই লোকটি (জেলেনস্কি) যতদিন আমেরিকার সাপোর্ট পাবেন, ততদিন শান্তি চাইবেন না।' ট্রাম্পের মতে, ইউরোপও স্পষ্ট জানিয়েছে যে, আমেরিকার সাপোর্ট ছাড়া তারা(ইউক্রেন) রাশিয়ার বিরুদ্ধে কিছুই করতে পারবে না।
#WATCH | Washington, DC: On the minerals deal between the US and Ukraine, US President Donald Trump says, "...It is a great deal for us because Biden very foolishly, stupidly gave 350 billion dollars to a country to fight...We get nothing...We could have rebuilt our entire US… pic.twitter.com/5fYb7wBsAo
— ANI (@ANI) March 3, 2025
এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইউক্রেনের জন্য বড় ধাক্কা। ট্রাম্পের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে ভবিষ্যতে ইউক্রেনকে দেওয়া সমস্ত ধরণের সাপোর্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। তাঁর কথা যে কতটা সত্যি, সেটা ট্রাম্প নিজেও জানিয়েছেন। তিনি বলেন, 'ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা সাহায্য করেছে, ইউরোপ তার ধারে কাছেও নেই।' তিনি বলেন, 'আমরা ইউক্রেনকে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছি। কিন্তু ইউরোপ সেই তুলনায় অনেক কম সাহায্য করেছে।' ট্রাম্প আরও বলেন, 'আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক, কারণ টাকার থেকেও মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধের ফলে হাজার হাজার সেনা-জওয়ান প্রাণ হারাচ্ছেন, যা কোনওভাবেই কাম্য নয়।'