২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের জন্য অনুমোদন দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। ফলে তাহাউরকে ভারতে নিয়ে আসতে আর কোনও বাধা রইল না। এতে ভারতের বড় কূটনৈতিক জয় হল বলেই মনে করা হচ্ছে।
২০০৮ সালে মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর। পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউরের প্রত্যর্পণ চেয়েছিল ভারত। অবশেষে আমেরিকার সুপ্রিম কোর্ট অনুমোদন দিল।
৬৩ বছর বয়সী তাহাউর লস অ্যাঞ্জেলসের কারাগারে রয়েছে। ২০০৯ সালে শিকাগোয় তাকে গ্রেফতার করে এফবিআই। পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত তাহাউর। লস্কর-ই-তইবাকে সাহায্যের জন্যও অভিযুক্ত। হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের কারাবাসের সাজা ভোগ করছে হেডলি।
আমেরিকার সুপ্রিম কোর্টে প্রত্যর্পণকে চ্যালেঞ্জ জানিয়েছিল তাহাউর। তবে তার আর্জি খারিজ করে দিয়েছে আদালত। যার ফলে ভারতে তার প্রত্যর্পণে আর কোনও বাধা রইল না।
২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হয়। যে হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ৬ আমেরিকান। এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাহাউর।