scorecardresearch
 

US Tornado: টর্নেডোয় তছনছ আমেরিকা, মৃতের সংখ্যা ছাড়াতে পারে শতাধিক!

প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। রবিবার তিনি বলেন, 'এই ঝড়ে কতজন প্রাণ হারিয়েছেন তা সঠিকভাবে বলা যাবে না। জানা গিয়েছে, শনিবার হঠাৎ করেই কেনটাকি এলাকায় অন্ধকার নেমে আসে। এই প্রবল ঘূর্ণিঝড়ে বহু মানুষের মৃত্যু হয়।'

Advertisement
টর্নেডো টর্নেডো
হাইলাইটস
  • একের পর এক টর্নেডোয় কার্যত বিধ্বস্ত আমেরিকা
  • প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন
  • মৃতের সংখ্যা ছাড়াতে পারে শতাধিক

একের পর এক টর্নেডোয় কার্যত বিধ্বস্ত আমেরিকা। শনিবার রাত থেকে একাধিক Tornado আছড়ে পড়ে সেই দেশের পাঁচ রাজ্যে। যার জেরে ব্যাপক ক্ষতি হয়। টর্নেডোর ভয়বহতা এমনই যে, ঠিক কতজনের প্রাণহানি হয়েছে তা এখনই সঠিকভাবে বলতে পারছে না মার্কিন প্রশাসন। 

আরও পড়ুন : 5 unknown facts of Bipin Rawat: 'একটি দেশলাই বাক্স বদলে দিয়েছিল ভাগ্য', রইল CDS জেনারেল বিপিন রাওয়াত সম্পর্কে ৫ অজানা কাহিনী

    সেই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। রবিবার তিনি বলেন, 'এই ঝড়ে কতজন প্রাণ হারিয়েছেন তা সঠিকভাবে বলা যাবে না। জানা গিয়েছে, শনিবার হঠাৎ করেই কেনটাকি এলাকায় অন্ধকার নেমে আসে। এই প্রবল ঘূর্ণিঝড়ে বহু মানুষের মৃত্যু হয়। উদ্ধারকারী দল এখনও ঝড়ের কারণে ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে।'

    কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার রবিবার জানান, এই ঝড়ে ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন- 'প্রার্থনা করছি, আমরা যা আশঙ্কা করছি তা যেন ভুল বলে প্রমাণিত হয়।' প্রসঙ্গত, এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকি।

    আরও পড়ুন : Guava Leaves Benefits : ফল তো বটেই পেয়ারা পাতায়ও করে 'মিরাক্যাল', জেনে নিন

    এই ঝড় নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'এই ঝড় কতটা ভয়ঙ্কর ছিল, তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চারপাশে অন্ধকার হয়ে গেল। লোকেদের সাহায্যের জন্য চিৎকার শুনতে পাওয়া যাচ্ছিল।  আজ পর্যন্ত আমি এমন দেখিনি।'

    স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কয়টা ঘূর্ণিঝড় রাজ্যে আঘাত হেনেছে,তার মধ্যে একটি ছিল ভয়াবহ। এই ঝড় ভয় পেয়ে যাওয়ার মতো। 
     

    Advertisement

     

    Advertisement