Putin Trump Meeting: গড়গড় করে ইংরেজি বলে ট্রাম্পকে চমকে দিলেন পুতিন, কী এমন বললেন রুশ প্রেসিডেন্ট?

স্পষ্ট উচ্চারণে ইংরেজিতে কথা বলে ট্রাম্পকে চমকে দিলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট যৌথ সাংবাদিক বৈঠক শেষে কী এমন বললেন মার্কিন কাউন্টারপার্টকে? মহুর্তে ভাইরাল হল সেই কথোপকথোন। রইল প্রেস কনফারেন্সের বিস্তারিত বিবরণ।

Advertisement
গড়গড় করে ইংরেজি বলে ট্রাম্পকে চমকে দিলেন পুতিন, কী এমন বললেন রুশ প্রেসিডেন্ট?
হাইলাইটস
  • ইংরেজিতে কথা বলে ট্রাম্পকে চমকে দিলেন পুতিন
  • দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথোন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • কী এমন হল আলাস্কার যৌথ সাংবাদিক বৈঠকে?

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ কাউন্টারপার্ট ভ্লাদিমির পুতিনের বহুচর্চিত বৈঠকের ফল রইল অধরাই। ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি দুই দেশের রাষ্ট্রপ্রধান। তবে ট্রাম্প এবং পুতিনের মধ্যে বহু বিষয় নিয়ে চর্চা হয়। তাঁদের শরীরি ভঙ্গিমায় বোঝা যায়, বেশ হাল্কা মেজাজেই ছিলেন দু'জন। 

ট্রাম্প এবং পুতিন একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন। তবে তাঁরা সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি ছিলেন না। যদিও সাংবাদিক বৈঠকে দু'জনের মধ্যে যা কথা হল, তা মুহূর্তেই ভাইরাল হয়েছে গোটা বিশ্বে। 

প্রেস কনফারেন্সের শেষে এক মজাদার মুহুর্ত তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্পকে পুতিনকে বলতে শোনা যায়, 'আমরা আবার খুব শীঘ্রই দেখা করব।' এর জবাবে রুশ প্রেসিডেন্ট ইংরেজিতে বলে ওঠেন, 'নেক্সট টাইম ইন মস্কো।' অর্থাৎ এর পরের বার মস্কোতে দেখা হবে। হেসে ট্রাম্পের রিপ্লাই, 'ওহ দ্যাটস অ্যান ইনট্রেস্টিং ওয়ান।' পুতিনকে ইংরেজিতে কথা বলতে শুনে হতচকিত হয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন সাংবাদিকরা। সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। 

পুতিনের বক্তব্য
প্রেস কনফারেন্সে ভ্লাদিমির পুতিন বলেন, 'আলাস্কা রাশিয়া এবং আমেরিকার ইতিহাসের সঙ্গে জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের দুই দেশই একসঙ্গে লড়াই করেছিল।' তিনি আরও বলেন, 'আমরা প্রতিবেশী।' তবে রুশ প্রেসিডেন্ট স্বীকার করেছেন, সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। দুই নেতার এই বৈঠক দীর্ঘদিন ধরে বাকি পড়ে থাকা এক গুরুত্বপূর্ণ বিষয় বলেই উল্লেখ করেন পুতিন। 

বিষয়: ইউক্রেন
পুতিন জানিয়েছেন, তাঁদের মধ্যে বৈঠকে সর্বাপেক্ষা গুরুত্ব পেয়েছে ইউক্রেন ইস্যু। তিনি বলেন, 'সমস্যার সমাধান প্রয়োজন। ট্রাম্পের এই সদিচ্ছা প্রশংসনীয়। উনি সংঘর্ষের আসল কারণ জানতে আগ্রহী।' পুতিনের আশা, ইউক্রেনে শান্তির পথ প্রশস্ত হবে। সুরক্ষা সুনিশ্চিত করা হবে। রাশিয়া সত্যিই যুদ্ধ খতম করতে চায় বলেই মন্তব্য করেন সে দেশের প্রেসিডেন্ট। 

Advertisement

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে...
পুতিন এ-ও বলেন, 'আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং আমেরিকা সহযোগিতার মাধ্যমে চলতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনাও প্রবল। যদি ২০২২ সালে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতেন তবে ইউক্রেন সংঘর্ষ হয়তো হতোই না।' ট্রাম্পও কথোপকথনের সময়ে বন্ধুত্ব এবং ভরসার প্রতিশ্রুতি দেন পুতিনকে। 

ন্যাটো-জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেন, 'খুব শীঘ্রই ন্যাটো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলব। পুতিনের সঙ্গে বৈঠকে অনেক বিষয়েই আমরা সহমত হয়েছি। তবে কোনও চুক্তি হয়েছে বলা চলে না যতক্ষণ না পর্যন্ত সেই চুক্তি সম্পন্ন হচ্ছে। পুতিন আর মৃত্যুমিছিল দেখতে চাইছেন না। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই সমস্যার সমাধান হবে।' ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পুতিনের সঙ্গে শীঘ্রই ফের সাক্ষাৎ হবে তাঁর। 

তাঁদের বৈঠক ইতিবাচক হয়েছে বলেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এবং পুতিন। শীঘ্রই ইউক্রেন ইস্যুতে ফের তাঁরা একসঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তাঁরা। 

 

POST A COMMENT
Advertisement