হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী জোট রাজধানী দামাস্কাস দখল করেছে। দামাস্কাস ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ। এর ফলে বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে।
গৃহযুদ্ধের পটভূমি
আরব বসন্তের ঢেউ তিউনিসিয়া থেকে ২০১১ সালে সিরিয়ায় পৌঁছে। আসাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে তা দ্রুত গৃহযুদ্ধে পরিণত হয়। এ যুদ্ধে আমেরিকা, রাশিয়া, ইরানসহ আন্তর্জাতিক শক্তি ও চরমপন্থী গোষ্ঠীগুলো যুক্ত হয়। দীর্ঘ ১৩ বছরের সংঘাতে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত লক্ষাধিক।
বিদ্রোহীদের সাম্প্রতিক বিজয়
এক সপ্তাহের মধ্যে সিরিয়ার বেশিরভাগ অঞ্চল দখল করে বিদ্রোহীরা। ৮ ডিসেম্বর দামাস্ক শহর দখলের মধ্য দিয়ে আসাদের সরকারের পতন ঘটে।
এই যুদ্ধে ঠিক কারা-কারা জড়িয়ে?
ভবিষ্যৎ অনিশ্চয়তা
বিদ্রোহীরা আসাদ সরকারকে অপসারণে সফল হলেও পরবর্তী পরিকল্পনা এখনও অস্পষ্ট। আঞ্চলিক শক্তি ও বৈশ্বিক প্রভাবশালী দেশগুলো এই যুদ্ধের ফলাফলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সিরিয়ার গৃহযুদ্ধের এই মোড় বিশ্বের রাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। বিদ্রোহীদের বিজয় মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক শক্তির জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।