
 আফগান এবং পাকিস্তান যুদ্ধ
আফগান এবং পাকিস্তান যুদ্ধপাকিস্তান ও আফগানিস্তান দুই প্রতিবেশী দেশ। এক সময় দুই 'মুসলিম' দেশের মধ্যে মধুর সম্পর্ক ছিল। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। বিশেষত, আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখল করার পর পরিস্থিতি আরও খারাপ দিকে গিয়েছে। এমনকী বর্তমানে বিধ্বংসী যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। একে অপরের উপর রোজই চলছে হামলা। বিশেষত, আফগানিস্তানের বর্ডার বরাবর মার খাচ্ছে মার পাক সেনা। আফগান আক্রমণের সামনে তারা দাঁড়াতেই পারছে না। রোজ রোজ যাচ্ছে প্রাণ। এমন পরিস্থিতিতে আবার দুই দেশেই শান্তি চুক্তিতে বসেছিল। তবে পাকিস্তান বেশি দাদাগিরি করায় সেই বেঠক ভেস্তে গিয়েছে। যার ফলে আবার শুরু হয়ে গিয়েছে হামলা।
এখন প্রশ্ন হল, হঠাৎ কেন এত পাকিস্তানের উপর খাপ্পা হল তালিবান? পাকিস্তান ঠিক তলতলে কোন কোন ঝামেলা বাঁধিয়েছে? আসুন জেনে নেওয়া যাক।

তালিবানের বিরুদ্ধে ধুনো দিচ্ছে
একটা সময় তালিবানের পাশে ছিল পাকিস্তান। তবে এখন দুই দেশের মধ্যে সাপে-নেইলে সম্পর্ক। শোনা যায়, পাকিস্তান সেনা সাহায্য করছে তালিবান বিরোধী শক্তিকে। আর এটা নিয়ে ক্ষেপে গিয়েছে তালিবান। তারা পাকিস্তানের উপর নানাভাবে আক্রমণ শানাতে চাইছে বলেই মত বিশেষজ্ঞদের।
আফগান রাজনীতিতে দখলদারি
বরাবরই আফগানিস্তানের বড়দা সাজতে গিয়েছে পাকিস্তান। অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। আর সেটা এখন মানতে চাইছে না আফগানরা। তারা পাকিস্তানের এই দাদাগিরির বিরুদ্ধে লড়াই করতে চাইছে। যার ফলে দূরত্ব বেড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

একে অপরের প্রতি বিশ্বাস নেই
আফগানিস্তানের তালিবান এবং পাক সেনা একে অপরকে বিশ্বাসই করে না। তারা একে অপরের দিকে সবসময় সন্দেহের চোখে তাকায়। আর সেটাই দুই প্রতিবেশী দেশের মধ্যে দূরত্ব বাড়িয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সন্ত্রাস নিয়েও রয়েছে অভিযোগ
বিশেষজ্ঞরা মনে করেন, পাকিস্তানের পাকিস্তানের সীমান্ত এলাকায় কিছু জঙ্গি সংগঠন (যেমন টিটিপি — তেহরিক-ই-তালেবান পাকিস্তান) আফগান তালিবানের থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে কাজ করে। আর এই সংগঠনগুলির প্রতিই রাগ পাকিস্তানের। সেই কারণে তারা পাকিস্তানের দিকে আঙুল তোলে। যদিও আফগানিস্তান এই দাবি মানতে নারাজ থাকে। কারণ, তাদের সঙ্গে এই গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই বলেই দাবি করে তারা।
বর্ডার নিয়ে রয়েছে সমস্যা
পাকিস্তান অনেক সময় আফগানিস্তানের একাধিক অংশের উপর কৃর্তৃত্ব জানাতে চায়। সেই জায়গাগুলিকে নিজের অংশ বলে ঘোষণা করে। আর এটাই মানতে চায় না আফগানিস্তানের একটা অংশ। তাই তাদের মধ্যে ঝামেলা চলতেই থাকে। আর এখন সেটা বিধ্বংসী রূপ নিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।