Trump To Netanyahu: হঠাত্‍ 'বন্ধু' নেতানিয়াহুকে 'কাঁচা গালি' ট্রাম্পের, কেন?

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি খুবই নেগেটিভ। তিনি সবসময় নেতিবাচক ভাবনাচিন্তা পোষণ করেন। বক্তা আর কেউ নন, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Advertisement
হঠাত্‍ 'বন্ধু' নেতানিয়াহুকে 'কাঁচা গালি' ট্রাম্পের, কেন?
হাইলাইটস
  • আমি জানি না তুমি কেন এত নেগেটিভ
  • এটা আমাদের জয়
  • দেন কাঁচা গালি

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি খুবই নেগেটিভ। তিনি সবসময় নেতিবাচক ভাবনাচিন্তা পোষণ করেন। বক্তা আর কেউ নন, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আসলে হামাস শান্তি প্রস্তাবে সম্মতি দেওয়ার পরই আপ্লুত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর তিনি তড়িঘড়ি ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তিনি এটাকে 'পজিটিভ সাইন' বলে জানান। যদিও ট্রাম্পের এহেন আনন্দকে নিমেষে নিভিয়ে দিতে চান নেতানিয়াহু। তিনি হামাসের এই আচরণকে একবারেই তাৎপর্যপূর্ণ নয় বলে মনে করেন। এর পরই অবশ্য চটে যান ট্রাম্প। তিনি বলেন, 'I don't know why you are so fu***king negative. This is a win. take it'

এই শব্দবন্ধের বাংলা তর্জমা করলে মোটের উপর বলা যায় , 'আমি জানি না তুমি কেন এত নেগেটিভ। এটা আমাদের জয়। সেটা নাও।' 

এই প্রস্তাবে সম্মতি দেয় নেতানিয়াহু
অনেক দিন ধরেই গাজায় শান্তি ফেরাতে চাইছেন ট্রাম্প। তাই তিনি ২০ দফা প্রস্তাবও সামনে এনেছেন। সেই দাবি প্রথম থেকেই মেনে নিয়েছিলেন নেতানিয়াহু। 

এই প্রস্তাবে বলা হয়, গাজায় আর ক্ষমতা ধরে রাখতে পারবে না হামাস। তাদের দ্রুত ক্ষমতা ছাড়তে হবে। তার বদলে সেখানে আন্তর্জাতিক শান্তিবাহিনীর শাসন থাকবে। 

পাশাপাশি ইজরায়েলের সমস্ত পণবন্দিকে ছেড়ে দিতে হবে হামাসকে। তার বদলে গাজায় বোম্বিং বন্ধ রাখবে ইজরায়েল। 

এছাড়া হামাসের কেউ যদি দেশ ছেড়ে যেতে চায়, তাহলে যেতে পারে। তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। আর কেউ যদি নিরস্ত্র হয়ে দেশে থাকতে চায়, তাহলেও থাকা সম্ভব। তাদের উপর কোনও দমনমূলক আচরণ করা হবে না। 

আর এই প্রস্তাবে প্রথমেই সম্মতি জানিয়েছিলেন নেতানিয়াহু। এমনকী মোদীও এই প্রস্তাবের প্রশংসা করেন। সেই সম্পর্কে পোস্টও করা হয়।

ও দিকে হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপ দেন ট্রাম্প। এই প্রস্তাব না মানলে যে বড়সড় খেসারত দিতে হবে, সেটা জানিয়ে দেওয়া হয় প্রত্যক্ষ হুমকি। যার ফলে হামাসের মধ্যেও উত্তেজনা বাড়ে। 

Advertisement

তার পর অবশ্য সেই প্রস্তাবই মেনে নেয় হামাস। তারা এই চুক্তিতে জানায় সম্মতি। পাশাপাশি ট্রাম্পের প্রশংসাও করে। তার পরই নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। সেখানেই নেতিবাচক মন্তব্য করার জন্য তাকে নেগেটিভ বলে দাগিয়ে দেন ট্রাম্প। এমনকী দেন কাঁচা গালি।

 

POST A COMMENT
Advertisement