scorecardresearch
 

Youngest Billionaire : মাত্র ১৯ বছর বয়সে কয়েকশো কোটির মালিক যুবতী, কীভাবে উপার্জন করলেন এত টাকা?

১৯ বছর বয়সের যুবক-যুবতীরা স্কুল কলেজে পড়াশোনা করেন। ভবিষ্যতে কী করতে চান তা নিয়ে স্বপ্ন দেখেন। সেই মোতাবেক এগিয়ে চলেন। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই এক যুবতী কয়েকশো কোটি টাকার মালিক।

Advertisement
world youngest billionaire world youngest billionaire
হাইলাইটস
  • ১৯ বছর বয়সের যুবক-যুবতীরা স্কুল কলেজে পড়াশোনা করেন
  • কিন্তু ওই বয়সেই এক যুবতী কয়েকশো কোটি টাকার মালিক

১৯ বছর বয়সের যুবক-যুবতীরা স্কুল কলেজে পড়াশোনা করেন। ভবিষ্যতে কী করতে চান তা নিয়ে স্বপ্ন দেখেন। সেই মোতাবেক এগিয়ে চলেন। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই এক যুবতী কয়েকশো কোটি টাকার মালিক। সেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। 

সেই যুবতী এখন কয়েকশো কোটি টাকার মালিক। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নিয়ারের তালিকা ২০২৪ অনুযায়ী, ১৯ বছর বয়সী একজন ব্রাজিলিয়ান ছাত্র বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিনিয়ারের মুকুট জিতেছেন। তিনিই বিশ্বের সবথেকে কনিষ্ঠ মানুষ হিসেবে এই খেতাব পেয়েছেন। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে দুনিয়ায়। ওই যুবতীর থেকে মাত্র মাত্র দুই মাসের বড় ইতালীয় কিশোরী ক্লেমেন্ট এর আগে সর্বকনিষ্ঠ বিলিনিয়ার ছিলেন। তাঁর থেকেই এই খেতাব ছিনিয়ে নিয়েছেন লিভিয়া ভয়গট নামের ওই যুবতী। 

আসলে লিভিয়া ভয়েট লাতিন আমেরিকার বৃহত্তম বৈদ্যুতিক মোটর নির্মাতাদের একজনের উত্তরাধিকারী। তিনি এই কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। কোম্পানিটি তাঁর দাদা ওয়ার্নার রিকার্ডো ভয়গট প্রতিষ্ঠা করেছিলেন। ফোর্বসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিভিয়া ভয়গট এখনও কোম্পানির বোর্ডে নেই। 

আরও পড়ুন

বিশ্বের তরুণ বিলিয়নেয়ার কত সম্পত্তির মালিক? 

বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিনিয়ারের মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। তাঁর বড় বোন ডোরা ভয়গট ডি অ্যাসিস এই বছরের ফোর্বস বিলিনিয়ারের তালিকায় অন্তর্ভুক্ত ২৫ জন সর্বকনিষ্ঠ রয়েছেন। সেখানে রয়েছে সাতটি নতুন নাম। তাঁদের মধ্যেই একজন লিভিয়া ভয়গট। এখন তাঁর সম্পদের পরিমাণও ১.১ বিলিয়ন ডলার।

বিশ্বের দ্বিতীয় ধনী ও সর্বকনিষ্ঠ বিলিনিয়ার হলেন ক্লেমেন্টে দেল ভেচিও, যার মোট সম্পদ ৪.৮ বিলিয়ন ডলার। বর্তমানে, তিনি বিশ্বের বৃহত্তম চশমা কোম্পানি, Essilor Luxottica এর মালিক। গত বছর তাঁর বাবা ৮২ বছর বয়সে মারা যান। 

জেরোধার প্রতিষ্ঠাতা নিতিন এবং নিখিল কামাথ ভারতের সর্বকনিষ্ঠ বিলিনিয়ার। এরপর রয়েছেন ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা শচিন এবং বিনি বনসাল। ফোর্বস ইয়াং বিলিনিয়ারদের একটা তালিকায় প্রকাশ করেছে। 

Advertisement

Advertisement