SCO সম্মেলন বসেছে চিনে। বিশ্বের নজর আজ সেদিকেই। সম্মলনের উদ্বোধনী ভাষণেই নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন শি জিনপিং। চিনা প্রেসিডেন্ট সোমবার বলেন, 'বিশ্বে এই মুহুর্তে যে বুলিং বিহেভিয়ার অর্থাৎ তাচ্ছিল্য করার আচরণ চলছে তা বন্ধ হওয়া উচিত। আরও স্বচ্ছতা, ন্যায়বিচার এবং বহুত্ববাদের পরিবেশ বজায় রাখতে হবে।' সমস্ত দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার পক্ষে সওয়াল করেন তিনি। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল বলছে, আদতে নাম না করে 'ট্রাম্পের দাদাগিরি' নিয়েই কড়া বার্তা দিয়েছেন জিনপিং।
২০টি রাষ্ট্রনেতার সামনে এদিন বক্তব্য রাখতে উঠে চিনের প্রেসিডেন্ট তথা SCO সম্মেলনের হোস্ট শি জিনপিং বলেন, 'আধিপত্যবাদ, ক্ষমতার রাজনীতি চলবে না। ন্যায়বিচার এবং বহুত্ববাদ স্থাপন করার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি।' তিনি উল্লেখ করেছেন, বিশ্বে এই মুহূর্তে অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এরপরই নাম না করে কার্যত আমেরিকাকেই বার্তা দিয়ে তিনি বলেন, 'তাচ্ছিল্য করার এই আচরণ আমরা মানব না। কোনও বহিরাগতের হস্তক্ষেপ চলবে না। আমরা কড়া ভাবে এর বিরোধিতা করব। সকল দেশের নিজস্ব উন্নয়নকে রক্ষা করার অধিকার রয়েছে।'
চিনের তিয়ানজিন শহরে বসেছে এই SCO সম্মেলন। গ্লোবাল সাউথ সলিডারিটি প্রোমোট করাই এই সামিটের মূল উদ্দেশ্য। পাশ্চাত্যের দেশগুলির নেতৃত্বাধীন সংগঠনের পাল্টা SCO-কে শক্তিশালী করে তুলতে আগ্রহী চিন। নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ তৈরি করেছে SCO, এমনটাই এদিন উল্লেখ করেন শি জিনপিং। ট্রাম্প ট্যারিফের আবহে তাঁর এই মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।