USA- Russia meeting on Ukraine: ট্রাম্প-পুতিন হাইভোল্টেজ মিটিং সৌদিতে, যুদ্ধ থামবে? বেঁকে বসল ইউক্রেন

যুদ্ধ বন্ধ প্রসঙ্গে মার্কিন-রাশিয়ার আলোচনায় অংশ নেবে না ইউক্রেন। গোটা বিশ্ব এই বৈঠকের অপেক্ষায়। তবে এরই মাঝে বেঁকে বসলেন জেলেনস্কি। এমনকি জেলেনস্কি এও বলেছেন, তিনি উপস্থিত না থাকলে কোনও সিদ্ধান্ত মেনেও নেবেন না। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প- পুতিনের আলোচনা খুব শিগগিরই হবে বলে জানায় ট্রাম্প।

Advertisement
ট্রাম্প-পুতিন হাইভোল্টেজ মিটিং সৌদিতে, যুদ্ধ থামবে? বেঁকে বসল ইউক্রেনযুদ্ধ বন্ধ প্রসঙ্গে মার্কিন-রাশিয়ার আলোচনায় অংশ নেবে না ইউক্রেন

যুদ্ধ বন্ধ প্রসঙ্গে মার্কিন-রাশিয়ার আলোচনায় অংশ নেবে না ইউক্রেন। গোটা বিশ্ব এই বৈঠকের অপেক্ষায়। তবে এরই মাঝে বেঁকে বসলেন জেলেনস্কি। এমনকি জেলেনস্কি এও বলেছেন, তিনি উপস্থিত না থাকলে কোনও সিদ্ধান্ত মেনেও নেবেন না। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প- পুতিনের আলোচনা খুব শিগগিরই হবে বলে জানায় ট্রাম্প। তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন। ট্রাম্প বলেন, পুতিন সত্যিই ইউক্রেন যুদ্ধের অবসান চান। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সৌদির রিয়াদে আসন্ন উচ্চ-পর্যায়ের আলোচনার প্রত্যাশা কমানোর কয়েক ঘণ্টা পর এই বিবৃতিটি আসে।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, "কোনও সময় নির্ধারণ নেই, তবে খুব শিগগিরই পুতিনের সঙ্গে দেখা করতে পারব।"

আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের তিন বছর পূর্ণ হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের রাজধানী সৌদির রিয়াদে ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সাংবাদিকদের সম্বোধন করে ট্রাম্প বলেন, তাঁর দল মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ সহ রুশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, স্টিভ উইটকফ সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন।

পুতিন সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, "আমার মনে হয় তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান।" এও বলেন, "তিনি যদি এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে থাকেন, তাহলে তা আমার জন্য বড় সমস্যা সৃষ্টি করবে।" 

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধে ইতি টানবেন। ২০ জানুয়ারি, ২০২৫-এ আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানের লক্ষ্য নিয়েছেন। নভেম্বরে ভোটে জেতার পর থেকেই যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প। তা যদি হয় এতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই প্রথমবারের মতো রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আলোচনা করবে।

Advertisement

POST A COMMENT
Advertisement