টালমাটাল পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সামনের সপ্তাহে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার 10টি বোমা এবং গ্রেনেড হামলা হয়। আর তার ফলে একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি থানা এবং জেলা প্রশাসকের কার্যালয়কে টার্গেট করে হামলা চালানো হয় যাতে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন জেল ওয়ার্ডেন সহ ছয়জন আহত হন। আর তাতেই ফের পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। তবে এই বিস্ফোরণ কে বা কারা ঘটাল সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Pakistan Blast News