scorecardresearch
 
Advertisement

Bhutan Tour: আরও কড়া হচ্ছে ভারতীয়দের ভুটান ভ্রমণ

Bhutan Tour: আরও কড়া হচ্ছে ভারতীয়দের ভুটান ভ্রমণ

ভারতীয় পর্যটকদের জন্য খুলছে ইন্দো-ভুটান গেট। আলিপুরদুয়ারের জয়গাঁ সীমান্তের ফুন্টশোলিংয়ের গেট খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ভুটান সরকার। ২৩ সেপ্টেম্বর থেকে ভারতীয়দের জন্য খুলে দেওয়া হবে। এখন শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য আদানপ্রদান করা হয় ওই গেট দিয়ে। তবে গেট খুললেও তা অবাধ এবং নিঃশর্ত হবে না। পর্যটকদের জন্য কিছু কড়া বিধি-নিষেধ বেঁধে দেওয়া হয়েছে ভুটান পর্যটনের তরফে। আসুন জেনে নিই, কী কী নিয়ম মানতে হবে।

23 september onwards more strict rules to be obeyed to enter Bhutan

Advertisement