Advertisement

3 Days Week Off 4 Days Work : সপ্তাহে ৩ দিন ছুটি, মাত্র ৪ দিন কাজ, চালু ১০০ টি সংস্থায়

দেশজুড়ে নয়া শ্রম আইন চালু হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। সেই নিয়ম চালু হলে কর্মচারীদের বেতন, সামাজিক সুরক্ষা প্রকল্প ও কাজের সময়ও বদল হতে পারে বলে শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, সপ্তাহে ৫ দিনের বদলে ৪ দিন কাজ করার নিয়ম চালু হতে পারে। আমাদের দেশে সেই শ্রম আইন চালু এখনও হয়নি। তবে ব্রিটেনে, ১০০ কোম্পানি কর্মীদের জন্য তিন দিন ছুটি এবং সপ্তাহে চারদিন কার্য দিবসের অনুমোদন করেছে। সেজন্য কর্মচারীদের বেতনও কাটা যাবে না।

3 Days Week Off 4 Days Work

Advertisement
POST A COMMENT