Advertisement

Mount Everest: মাউন্ট এভারেস্টের চেয়েও 5 গুণ উঁচু পর্বতের হদিশ, সেরার তকমা গেল

মাউন্ট এভারেস্টের চেয়েও বড়, অন্তত চার থেকে পাঁচ গুণ উচু পর্বত। ভাবতে পাচ্ছেন? কি ভাবছেন এ আবার হয় নাকি কখনও? হ্যাঁ এটাই সত্যি। এবার মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু পর্বতশৃঙ্গের হদিশ মিলল। ভূগর্ভের গভীরে ওই সুবিশাল পর্বতমালার খোঁজ পেয়েছেন ভূপদার্থ বিজ্ঞানীরা। ওই চূড়ার উচ্চতা এভারেস্টের চেয়েও প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি বলে অনুমান করা হচ্ছে। পৃথিবীর কেন্দ্রে খোঁজ মিলেছে বিশাল উঁচু ওই পর্বতের। তাহলে কি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের তকমা হারাতে এবার হারাচ্ছে মাউন্ট এভারেস্ট? নয়া গবেষণায় তো মিলল তেমনই ইঙ্গিত। জানেন কোথায় এই প্রকাণ্ড পর্বত শ্রেণীর খোঁজ পেলেন বিজ্ঞানীরা?

A Mountain Five Times Higher Than Mount Everest

Advertisement